মনিরুজ্জামান, দেগঙ্গা: ১৯৮৮ সালে স্থাপিত কলসুর পুলিশ ক্যাম্পটি মাঝে প্রায় বছর দেড়েক বন্ধ হয়ে পড়ে ছিল। দেগঙ্গা থানায় অজয়কুমার সিংহ নতুন আই সি হিসাবে দায়িত্ব নেওয়ার পর গত ১৫ জুলাই বলেছিলেন,ক্যাম্পটি আবার নতুন করে চালু করা হবে।সেদিন উপপ্রধান গফফার আলি মোল্লা বলেছিলেন,এব্যাপারে পঞ্চায়েত সর্বতোভাবে সহযোগিতা করবে।আর তারই ফলশ্রুতি হিসাবে কলসুর পুলিশ ক্যাম্পের উদ্বোধন হল ২০ জুলাই, মঙ্গলবার। এই ক্যাম্পের উদ্বোধন করেন দেগঙ্গার এস ডি পি ও সৌম্যজিৎ বড়ুয়া। ছিলেন দেগঙ্গা থানার আই সি অজয়কুমার সিংহ, এস আই সুময় ঘোষ, কলসুর পঞ্চায়েতের প্রধান অজয় বৈদ্য,উপপ্রধান গফফার আলি মোল্লা, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অসিত মন্ডল, সমাজসেবী দ্যুতিরঞ্জন গাইন সহ আরও অনেকে।এস ডি পি ও সৌম্যজিৎ বড়ুয়া বলেন, এই ক্যাম্প হওয়ার ফলে এলাকার মানুষের উপকার হবে। এই ক্যাম্পে থানা থেকে অফিসার থাকবে, ফোর্স থাকবে, কিছু সিভিক ভলেন্টিয়ার থাকবে।
সব মিলিয়ে এটাকে একটা ছোটখাটো থানাই বলা যেতে পারে। সেরকম ভাবেই এখানে কাজকর্ম চলবে।এই এলাকার মানুষকে প্রয়োজনে প্রায় ২০ কিমি পথ পাড়ি দিয়ে থানায় যেতে হত।এই ক্যাম্প চালু হওয়ার ফলে এই এলাকার মানুষ এই ক্যাম্পেই তাদের প্রয়োজনীয় বিষয়গুলো মিটিয়ে নিতে পারবেন। এই ক্যাম্পটি পুনরায় চালু হওয়ায় এলাকার মানুষ খুবই খুশি
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct