রাহুল রায়, কাটোয়া: করোনা মহামারির কারণে এইবছর জেলায় জেলায় ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল শহীদ দিবস। ১৯৯৩ সালে মহাকরণ অভিযানে যে ১৩ জন যুবক শহীদ হয়েছিল তাদেরকে আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণ করা হয়। কাটোয়া ২নং ব্লকের বড়কুলগাজি তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার,প্রাক্তন শিক্ষক জীবনকৃষ্ণ সাহা, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির জনসাস্থ কর্মাধ্যক্ষ অম্বিকা ঘোষ,তৃণমূল নেতা গৌরাঙ্গ রায়,জেলা তৃণমূল যুব কংগ্রেসের সদস্য সুমিত মুখার্জী সহ কর্মীরা। শহীদ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এইদিন এলাকার ১০০ জন মহিলার হাতে মেহগাণি চারাগাছ তুলে দেওয়া হয়। তৃণমূল কার্য্যালয়ে একটি চারাগাছ রোপণ করা হয়। করোনা তৃতীয় ঢেউ আসার আগেই সাধারণ মানুষদেরকে সচেতন করেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। বিজেপির গণতন্ত্র বাঁচাও,পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি নিয়ে কটাক্ষ করলেন সুব্রত মজুমদার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct