মঞ্জুর মোল্লা, নদিয়া: আবারও গঙ্গা ভাঙন অব্যাহত, এবার বিঘা বিঘা চাষের জমি তলিয়ে গেল গঙ্গাবক্ষে। আতঙ্কে ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে যাচ্ছে স্থানীয়রা। নদীয়ার শান্তিপুর পৌরসভা এলাকার ঘটনা। উল্লেখ্য নদীয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চরসরাগর এলাকায় এর আগেও একাধিকবার বিঘা বিঘা জমি গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে। এদিন সকালেও গঙ্গা ভাঙ্গন শুরু হয়। নিমেষেই কৃষকদের চোখের সামনে বিঘা বিঘা জমি গঙ্গা গ্রাস করে নেয়। পরে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে একাধিক পরিবার অন্য জায়গায় চলে যাওয়ার পরিকল্পনা করে। বর্ষা এলেই ভাঙনের তীব্রতা বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ গঙ্গা ভাঙ্গন এই প্রথম নয় প্রতিবছর নিয়মিতভাবে ভাঙন চলতে থাকে। প্রশাসনসহ জনপ্রতিনিধি সকলকেই একাধিকবার স্থানীয়দের তরফে গঙ্গার পাড় বাঁধানো কথা বলা হয়। শুধু তাই নয় জেলাশাসক থেকে শুরু করে সেচ দপ্তর লিখিত আবেদন জানানো হয়।
কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। শুধুমাত্র নাম সাক্ষী বালির বস্তা দিয়ে গঙ্গার পাড় বাধানোর কাজ করেছে সেচ দপ্তর। কিন্তু তাও নিমেষের মধ্যে গঙ্গাবক্ষে তলিয়ে যায়। তাদের দাবি এইভাবে চলতে থাকলে গোটা গ্রাম শুদ্ধ গঙ্গাবক্ষে তলিয়ে যাবে। তারা চাইছেন অবিলম্বে প্রশাসন এবং সেচ দপ্তর পাকাপোক্তভাবে গঙ্গা ভাঙ্গন রোধ করার কোন ব্যবস্থা করুক। গঙ্গা ভাঙন রোধে জেলাশাসক দপ্তর থেকে শুরু করে সেচ দপ্তর একাধিকবার লিখিত আবেদন করেও কোনো কাজ হয়নি। তারই প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী আধাঘণ্টা ধরে জাতীয় সড়কের উপরে টায়ার জ্বালিয়ে চলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাই। বিঘা জমি গঙ্গা ভাঙ্গনে গঙ্গাবক্ষে তলিয়ে যায়। শুধু তাই নয় একাধিক বসতবাড়ি ও তলিয়ে গেছে গঙ্গাবক্ষে। রবিবার সকাল থেকেও শুরু হয় গঙ্গা ভাঙ্গন। বিঘা বিঘা জমি তলিয়ে যায় গঙ্গা ভাঙনে। গ্রামবাসীদের অভিযোগ বেশ কয়েক বছর ধরেই রাজ্যের প্রশাসন তথা জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। সেচ দপ্তর এর তরফ থেকে শুধুমাত্র বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙ্গন রোধ করার চেষ্টা করা হয়। কিন্তু তাও নিমেষে গঙ্গাবক্ষে তলিয়ে যায়। ঠিক কারণে আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।
গত ১০ ও ১১ তারিখে অবস্থান-বিক্ষোভ এর মধ্যে দিয়ে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি ডলারের মূল্যে যখন পেট্রোলের দাম কমছে, তখন আমাদের দেশে তেলের দাম বাড়ার কারণ কী? অথচ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের এখানে দিনের পর দিন তেলের দাম বেড়েই চলেছে। তার জন্য আমরা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct