কুতুবউদ্দিন মোল্লা ,জয়নগর: একদিকে চলছে লকডাউন আর অপর দিকে চলছে করোনা মহামারী। দুয়ের যাঁতাকলে পড়ে জর্জরিত সাধারণ মানুষজন। পাশাপাশি জর্জরিত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী থেকে যে সমস্ত রোগীদের রক্তের প্রয়োজন। কারণ লকডাউনে রক্তের একটা বিশাল সংখ্যা ঘাটতি দেখা দিয়েছে।রোগীর আত্মীয়দের হন্যে হয়ে ঘুরতে হচ্ছে রক্তের জন্য। এমন কঠিন সংকটময় মুহূর্তে রক্তের সংকট এবং ঘাটতি মেটাতে আসরে নামল জয়নগর থানার ঢোষা চন্দনেশ্বর তৃণমূল যুব কংগ্রেস।
রবিবার সকালে ঢোষা বেসিক স্কুল ময়দানে এক রক্তদান উৎসবের আয়োজন করে।দলীয় পতাকা ও প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে রক্তদান উৎসবের সূচনা করেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার।পাশাপাশি বিধায়ক বিভাস সরদার বৃক্ষ রোপণের মাধ্যমে প্রাকৃতিক ও পরিবেশ সম্পর্কে জনসাধারণ কে সচেতন করে তোলেন।তিনি বলেন গাছ বাঁচলে আমরা বাঁচবো। ফলে যেখানে ফাঁকা জায়গা পাবেন সেখানেই গাছ লাগান।এদিন রক্তদান উৎসবে প্রায় শতাধিক মহিলা-পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। বিশেষ করে মহিলা রক্তদাতাদের সংখ্যাছিল নজরকাড়া।
পাশাপাশি প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য হাজীর হলেও তাঁরা রক্ত দিতে না পারার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন রক্তদান উৎসব কমিটি তথা ঢোষ অঞ্চল যুব তৃণমূল সভাপতি সুব্রত মন্ডল। তিনি বলেন, “যাঁরা স্বেচ্ছায় রক্ত দিতে এসে রক্তি দিতে পারেননি তাঁদের জন্য আবারও আগামী দিনে রক্তদান উৎসবের আয়োজন করা হবে।”
এদিন অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ প্রকাশ চন্দ্র মন্ডল, ঢোসা অঞ্চল যুব তৃণমূল সভাপতি সুব্রত মন্ডল, রবিউল হক বৈদ্য, এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct