আপনজন ডেস্ক: অনেকের ধারণা, উন্নত মানের ফটোগ্রাফি কেবল ডিএসএলআর দিয়েই সম্ভব। এই ধারণাকে দূর করে, স্মার্টফোন ফটোগ্রাফিকে আরো আধুনিক স্তরে নিয়ে যেতে সম্প্রতি বাজারে এসেছে স্মার্ট-স্মার্টফোন ভিভো ভি ২১ ই। ভিভো ভি ২১ ই স্মার্টফোনের ক্যামেরায় এমন কিছু চমৎকার ফিচার রয়েছে যেগুলো স্মার্টফোনটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। জেনে নিন ভিভো ভি২১ই-এর ৬টি ক্যামেরা ফিচার। প্রথমত, এতে রয়েছে ৪৪ মেগাপিক্সেলের আই অটোফোকাস ক্যামেরা। স্মার্টফোনে ছবি তোলা কিংবা চঞ্চল শিশুর ভিডিও করা কখনো কখনো অসম্ভব মনে হয়। তবে এখন এই সমস্যার সমাধান এসেছে। তরুণ কনটেন্ট মেকারদের জন্য এখন রয়েছে ভিভো ভি ২১ ই। ভি ২১ ই’তে ৪৪ মেগাপিক্সেলের (এমপি) আই অটোফোকাস সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে। অটোফোকাস ক্যামেরাটি বিষয়বস্তুর দূরত্ব বুঝে স্বয়ংক্রিয়ভাবেই ফোকাস ধরে রাখে। ব্যক্তির চোখকে খুঁজে নিয়ে এভাবে ফোকাস করতে পারে আই অটোফোকাস প্রযুক্তি। এছাড়া আছে ডুয়াল ভিউ ভিডিও। যেসব তরুণরা কনটেন্ট বানাতে পছন্দ করে কিংবা নিজেদের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখতে পছন্দ করে তাদের জন্য ডুয়াল ভিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ফিচার। এই ফিচারটির মাধ্যমে ভিডিও করার সময় একইসঙ্গে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা ব্যবহার করা যায়। ফলে ভিডিওর দুপাশের মানুষই ভিডিওতে একইসাথে এবং একই সময়ে অংশগ্রহণ করতে পারেন। এর ফ্রন্ট ক্যামেরায় ‘ফোর'কে মানের ভিডিও । বাজারে থাকা কিছু স্মার্টফোনের রিয়ার ক্যামেরায় ‘ফোর’কে মানের ভিডিও প্রযুক্তি রয়েছে। তবে ফ্রন্ট ক্যামেরায় ‘ফোর’কে মানের ভিডিও করা যায়, বর্তমানে এমন একমাত্র ডিভাইস ভিভো ভি২১ই। এছাড়া ক্যামেরায় ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি রয়েছে, যা ভিডিওর গুণগত মানে কোনো ছাড় দেয় না। তাছাড়া সুপার নাইট সেলফি এবং এআই এলগরিদম প্রযুক্তির সমন্বয়ে ক্যামেরার এক্সপোজার বাড়িয়ে দেয়। এটি ক্যামেরায় আলোর প্রবেশের পরিমাণও বাড়ায়। ফলে রাতের অন্ধকার পরিবেশেও পরিষ্কার ভিডিও ধারণ করে ভিভো ভি ২১ ই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct