এহসানুল হক, মাটিয়া: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামল উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল সংখ্যালঘু সেল। শনিবার বেলা এগারোটা নাগাদ বসিরহাটের মাটিয়া থানার অন্তর্গত খোলাপোতা বাজারের টাকি রোডের ধারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বহু কর্মী-সমর্থকরা মিছিল সহকারে জমায়েত হয় ।সভার আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সংখ্যালঘু সেলের সভাপতি ও কাউন্সিলর ইলিয়াস সর্দার, বসিরহাট দু’নম্বর ব্লক সংখ্যালঘু সভাপতি শিক্ষক মাসুদ আলম ওরফে সাহীন , রেহান আহমেদ কুরাইশি, সংখ্যালঘু সেলের নেতা আব্দুর রউফ, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তসী ব্যানার্জি, বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু, বসিরহাট উত্তর বিধানসভা বিধায়ক রফিকুল ইসলাম বসিরহাট, উত্তর বিধানসভা চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ সহ একাধিক নেতৃত্ব।এদিন কেন্দ্র সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন বিভিন্ন বিধায়করা বিধায়করা।
এদিন তারা বলেন, আস্তে আস্তে কেন্দ্র সরকার পুঁজিপতিদের হাতে বিক্রি করে দিচ্ছে এই দেশটাকে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৪ সালে ভারত দখল করবে। প্রধানমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা দেখতে চাই। এই নরখাদক বিজেপি সরকার আমরা পরাস্ত করে বাংলার মেয়েকে দিল্লিতে নিয়ে যেতে চায়।
পেট্রোল-ডিজেলের কথা বলতে গিয়ে তারা বলেন, আমাদের আচ্ছা দিনের দরকার নেই আমাদের সেই খারাপ দিনে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক যেদিন ডিজেল ও পেট্রোলের দাম ষাট টাকা ও আশি টাকার মধ্যে ছিল। সংখ্যালঘু ছেলের নেতা ইলিয়াস সর্দার বলেন পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির আমরা কোন মতেই মেনে নিতে পারব না ।তাই আমরা সংখ্যালঘু সেলের পক্ষ থেকে পথে নেমেছি। আগামী দিন বড় আন্দোলনের পথে যাব, পেট্রোল ডিজেল গ্যাসের দাম না কমালে। পাশাপাশি তিনি বলেন, রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে আগামী ২২শে আগস্ট ভ্যাবলা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct