অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি চেপে প্রতিবাদে সামিল তৃণমূল যুব কংগ্রেস। শনিবার বিকেলে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও একুশে জুলাইকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বালাপুর থেকে শুরু হয় এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি। গরুর গাড়ি করে এদিন বালাপুর থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিলটি বালুরঘাটে গিয়ে শেষ হয়। প্রায় ২৫ টির বেশি গরুর গাড়ি নিয়ে চলে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি অম্বরিশ সরকার, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌতম দাস , তৃণমূল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি, তপন ব্লক তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি কল্পনা কিস্কু সহ তৃণমূল কংগ্রেসের জেলা ও ব্লক এর অন্যান্য নেতৃত্বরা।
জানা যায় পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুদিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে । এরপর এদিন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বালাপুর থেকে বালুরঘাট পর্যন্ত গরুর গাড়ি চেপে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হ্রাস না পেলে আগামী দিনে এই ধরনের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চলবে বলেই দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।
nএবিষয়ে যুব তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অম্বরিশ সরকার জানান, পেট্রোপণ্যের প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি হচ্ছে। তার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিলাম গত ১০ ও ১১ তারিখে। সেদিন যখন আমরা বিক্ষোভে সামিল হয়েছিলেন তিনি পেট্রোলের দাম ছিল ১০১ টাকা আজকে দেখলাম ১০৩ টাকা হয়েছে। ডিজেলের ও মূল্যবৃদ্ধি হয়েছে। এই যে প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে তার জন্য আমরা লাগাতার প্রতিবাদ এর মধ্যে দিয়ে যাচ্ছি। তারই একটা অংশ হিসেবে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বালাপুর থেকে বালুরঘাট পর্যন্ত গরুর গাড়িতে চেপে মিছিলের মাধ্যমে প্রতি প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছি।
পাশাপাশি আপনাদের জানাতে চাই , আমাদের সামনে একুশে জুলাই কর্মসূচি রয়েছে। একুশে জুলাই কে কেন্দ্র করে আমরা বাইকে বা বিভিন্ন যানবাহন করে প্রচার করি । কিন্তু বর্তমানে পেট্রোল-ডিজেলের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে সে উপায় আমরা অবলম্বন করতে পারছি না। তার জন্য গরুর গাড়ি করে প্রচার টা চালাচ্ছি। একুশে জুলাই এর প্রচার গরুর গাড়িতে এবার। প্রায় ২৫ টার মত গরুর গাড়ি করে এই প্রতিবাদ চলছে। কেউ গরুর গাড়ি, কেউ সাইকেলে করে প্রতিবাদে মিল হয়েছে।
এবিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দাস জানান, তপন থেকে তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারের প্রতিবাদ চলছে। লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। তার ফলে গরুর গাড়ি করে আমরা আজ প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি। গত ১০ ও ১১ তারিখে অবস্থান-বিক্ষোভ এর মধ্যে দিয়ে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি ডলারের মূল্যে যখন পেট্রোলের দাম কমছে, তখন আমাদের দেশে তেলের দাম বাড়ার কারণ কী? অথচ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের এখানে দিনের পর দিন তেলের দাম বেড়েই চলেছে। তার জন্য আমরা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct