আপনজন ডেস্ক: ওয়েলফেয়ার পার্টির শ্রমিক সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (FITU) এর সুতি বিড়ি লেবার ইউনিয়ন, (মুর্শিদাবাদ) সহ বিড়ি শিল্পে যুক্ত সংগ্রাম কমিটি (JAC) এর পক্ষ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি সহ একাধিক দাবিতে শ্রম প্রতিমন্ত্রীকে দাবিপত্র পেশ করা হয়।জঙ্গীপুর মহকুমা শাসকের সভাকক্ষে শ্রম প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্নার উপস্থিতে বিড়ি শ্রমিকদের সমস্যা ও সমাধান বিষয়ক আলোচনা সভায় নিম্নলিখিত দাবীপত্র পেশ করা হয়।এদিন দাবীপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস-এর মুর্শিদাবাদ জেলা কনভেনর জাহাঙ্গীর সেখ ও সুতি বিড়ি লেবার ইউনিয়ন,(মুর্শিদাবাদ) তথা ওয়েলফেয়ার পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতি হামিদ সেখ সহ জ্যাকের অন্যান্য নেতৃবৃন্দ।
নিম্ন লিখিত দাবীসমূহ পেশ করা হয়ঃ-
১) বিড়ি শ্রমিক সহ শিল্পের সমস্ত শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কার্যকর করতে হবে।
২) প্রতিটি শ্রমিককে পিএফের অন্তর্ভুক্ত করতে হবে এবং পিএফ তোলার সময় সমস্ত দায়িত্ব মালিককে নিতে হবে।
৩) প্রতিটি শ্রমিককে শ্রম দপ্তরের মাধ্যমে আইডেন্টিটি কার্ড দিতে হবে এবং ডিজিট্যাল কার্ড দেওয়ার কাজ দ্রুত শুরু করতে হবে।
৪)২০১৬ প্রতিটি আবেদনকারী শ্রমিককে গৃহনির্মাণ এর অনুমোদন দিতে হবে।২০০৭ও২০১৮ অনুমোদিত শ্রমিকদের বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে।
৫) তারাপুর হাসপাতালে পুর্নাঙ্গ চিকিৎসার ব্যবস্হা করতে হবে এবং নিমতিতা সহ প্রতিটি ডিসপেনসারিতে পুর্নাঙ্গ চিকিৎসা চালু করতে রাজ্য সরকার কে উদ্যোগ নিতে হবে।
৬) ওয়েল ফেয়ারের পূর্বের সুযোগ সুবিধা গুলি (বিদ্যুৎ সংযোগ,চিকিৎসা ভাতা, মেটার্নিটি, গ্রুপ ইন্সুরেন্স ইত্যাদি) রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে পুনরায় চালু করতে হবে।
৭)মজুরি, পট্টি, পাতার দাম কাটা সহ শ্রমিকদের উপর সমস্ত ধরনের শোষণ বন্ধ করতে এবং বেআইনি উৎপাদন বন্ধ করতে শ্রম দপ্তরকে উদ্যোগ গ্রহন করতে হবে।
৮) বিড়ি শিল্পে আদায়কৃত জিএসটির একটা অংশ শ্রমিক সার্থে ব্যয় করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct