সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: গ্রন্থাগার মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য উমিয়তের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর আক্রমণের প্রতিবাদে ভাঙড়ে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ জমিয়ত কর্মীদের। পুলিশের অনুরোধ কিছুক্ষণ পরেই অবরোধ তুলে নেন জমিয়ত নেতৃত্ব।
উল্লেখ্য, গত শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালিতে ইয়াশে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্ত্রী জানান, সরবেড়িয়ার কাছে ত্রাণসহ কনভয় পৌঁছাতেই দুস্কৃতিকারীরা আক্রমণ করে। লুট করা হয় ত্রাণের সামগ্রী। মারধর করা হয় মন্ত্রীর দেহরক্ষীসহ কর্মীদের। কেড়ে নেওয়া হয় গাড়ীর চাবি। মন্ত্রীকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের তীর সন্দেশখালির তৃণমূল কনভেনার শাহজাহান শেখের দিকে।
শাহজাহান শেখসহ অভিযুক্ত অন্যান্যদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় রাজ্য জমিয়ত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নানা প্রান্তেও বিক্ষোভের খবর পাওয়া যায়। ভাঙড়ে বাসন্তী হাইওয়ের উপর অবরোধকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এদিন। তবে ভাঙড় থানার পুলিশের অনুরোধ অল্পক্ষণের মধ্যেই পথ অবরোধ উঠে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct