জুলফিকার মোল্যা, সন্দেশখালি: ত্রাণ দিতে গিয়ে সরবেরিয়ায় দুষ্কৃতীদের হামলার মুখে জমিয়তের রাজ্য সভাপতি তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ত্রাণ লুঠ সহ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুর, গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া, গাড়ির চালককে মারধরের অভিযোগ উঠেছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা তিনটে নাগাদ জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠনের কর্মীদের নিয়ে তিনি সন্দেশখালি থানার সরবেড়িয়া পেট্রোল পাম্প সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে ত্রাণ বিতরণের জন্য হাজির হন। সে সময় অতিরিক্ত জনসমাগমে বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়।
জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের অভিযোগ এলাকার কিছু দুষ্কৃতী ত্রাণের গাড়ি থেকে মালপত্র লুট করে এবং বিক্ষোভ দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে। জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীরা বাধা দিতে গেলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কয়েকজন কর্মীকে ধাক্কাধাক্কি করা হয় এবং মন্ত্রীর পাইলট কার উপর চড়াও হয়ে ভাঙচুর করে বলে অভিযোগ। যদিও স্থানীয় প্রশাসন এই অভিযোগ ঠিক নয় বলেজানায়। পুলিশ জানিয়েছে, ত্রাণ সংগ্রহের জন্য অতিরিক্ত মানুষজন হাজির হওয়ায় সময়িক বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয় এবং ত্রাণ নিয়ে কাড়াকাড়ি হয়। অনেকেই ত্রাণ না পেয়ে কিছুক্ষণের জন্য বিক্ষোভ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে অবস্থা স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে চলে আসেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, সরবেড়িয়া আগারআটি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ শাহজাহান, স্থানীয় তৃণমূল নেতা শফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন নেতা। তাদের দাবি দলের একজন মন্ত্রী হিসেবে তিনি এলাকায় ত্রাণ নিয়ে আসলেও সে খবর তাদের কাছে ছিল না। স্বাভাবিকভাবেই এই ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেন না। যা কিছু হয়েছে ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের চাহিদা না পূরণের জন্য। কেউ কেউ ব সেখানে ত্রাণ নিতে উপস্থিত হয় পাঁচ হাজারেরও বেশি মানুষ কিন্তু সিদ্দিকুল্লা চৌধুরী তাঁর সংগঠনের পক্ষ থেকে মাত্র ৩০০ জনের মত ত্রাণ নিয়ে আসেন। স্বাভাবিকভাবেই এই ত্রাণ বিতরণ করতে গিয়েই গন্ডগোলের সৃষ্টি হয়।
এ ব্যাপারে দলীয় নেতা বা কর্মীরা কোনভাবেই যুক্ত নয়। যদিও জমিয়তে উলামায়ে হিন্দ এর পক্ষ থেকে এই ঘটনাকে পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রনোদিত বলেই দাবি করা হয়েছে। কারণ এই এলাকায় ৪০ বছরেরও বেশি সময় ধরে জমিয়ত কর্মীদের সঙ্গে মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর সম্পর্ক রয়েছে বলে সংগঠনের তরফ এ দাবি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct