আপনজন ডেস্ক: সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে শিরোপার স্বাদ পায় ম্যানচেস্টার ইউনাইটেড। সেবার ইংলিশ প্রিমিয়ার লীগ ও ইউরোপা লীগ শিরোপা জেতে ইংল্যান্ডের জায়ান্ট ক্লাবটি। এরপর থেকে আর ফুটবল ভাগ্য সহায় হয়নি ম্যানইউ’র। সম্প্রতি দলের ডিফেন্সের ক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন কোচ ওলে গানার সুলশার। রক্ষণনভাগ শক্তিশালী করতে রাফায়েল ভারান ও কিয়েরেন ট্রিপিয়ারকে দলে ভেড়াতে তোড়জোড় করছে ম্যানইউ।
গত মৌসুমটাও যুতসই কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রেড ডেভিলদের । এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে লেস্টার সিটির কাছে ৩-১ গোলে হেরে যায় ম্যানইউ। ইউরোপা লীগের ফাইনালে ভিয়ারিয়ালের কাছে টাইব্রেকারে হেরে সর্বশেষ শিরোপার স্বপ্ন ভাঙে ম্যানইউর।
সেকারণেই দল এবার ঢেলে সাজানোর প্রক্রিয়া চালাচ্ছে রেড ডেভিলরা। অ্যাটলেটিকো মাদ্রিদের ইংলিশ ডিফেন্ডার ট্রিপিয়ারের জন্য ৬৮ মিলিয়ন পাউন্ড প্রস্তাব রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে ফরাসি ডিফেন্ডার ভারানের জন্য রিয়াল মাদ্রিদকে ৫০ মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত ম্যানইউ। ইংল্যান্ডের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে,
ভারানের চুক্তি নিয়ে ম্যানইউ ও রিয়াল ইতিমধ্যেই সম্মতিতে পৌঁছেছে। খুব শিগগিরই চুক্তির আনুষ্ঠানিকতা সারবে বলে জানা গেছে। ভারানের সঙ্গে আর মাত্র এক মৌসুমের চুক্তি আছে রিয়াল মাদ্রিদের। লা লিগার ক্লাবটি চুক্তি নবায়নের প্রস্তাব দিলেও ভারান সেটি প্রত্যাখ্যান করেছেন। ভারানকে দলে ভেড়ানোর প্রয়াশ অবশ্য নতুন নয় ইউনাইটেডের। ১০ বছর পূর্বে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে ফরাসি ডিফেন্ডারকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ২০১১ সালের ১লা জুলাই ফরাসি ক্লাব লঁস থেকে ১১ মিলিয়ন ডলারে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভারান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct