রাকিবুল ইসলাম, হরিহরপাড়া: মুর্শিদাবাদের হরিহরপাড়া কৃষি দপ্তর উদ্যোগে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রকল্পে প্রদর্শনী লাইন অথবা সারিতে পাট বোনার ক্ষেত্র প্রদর্শনী করা হলো হরিহর পাড়ার শাহজাদপুর এলাকায়। ওই এলাকার কৃষক বিমান মুখার্জি হরিহরপাড়া ব্লকের সহ কৃষি অধিকর্তার করন থেকে JROG-1 নামক পাটের বীজ নিয়ে এসে এক বিঘা জমিতে চাষ করা হয়েছে উন্নত প্রযুক্তি লাইন সুইম এর মাধ্যমে পাঠ সারিবদ্ধ ভাবে করা হয়েছে তাতে পাট গাছ অনেকটাই উন্নত আঁশযুক্ত লম্বা এবং মোটা হয়েছে এতে বিঘা প্রতি এক কুইন্টাল বেশি পাট উৎপন্ন হবে বলে জানান কৃষি আধিকারিকরা।
বুধবার হরিহরপাড়া থানার মালোপাড়া শাহজাদপুর গ্রামে কেন্দ্রে ও রাজ্যের কৃষি আধিকারিকরা যৌথভাবে পরিদর্শনে আসলেন। উপস্থিত ছিলেন জেলা উপ কৃষি অধিকর্তা -তাপস কুমার কুন্ডু , ভারত সরকারের জুট কর্পোরেশন সিনিয়র টেকনিকেল অফিসার কৌশিক দত্ত, সিনিয়র টেকনিক্যাল অফিসার রাকেশ কুমার মিনা, সহ কৃষি অধিকর্তার প্রশাসন আনিকুল ইসলাম, ডঃ পার্থ চ্যাটার্জি সহ কৃষি অধিকর্তা জেলা, হরিহরপাড়া ব্লক সহ কৃষি অধিকর্তা মৌমিতা মজুমদার, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ গোলাম মোস্তফা সহ অন্যান্য আধিকারিক ও কৃষকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct