জৈদুল সেখ, কান্দি: মুর্শিদাবাদ জেলার কান্দি কল্যাণপুর এলাকার মানুষের একটি ব্রিজের দাবি এখনো অসম্পূর্ণ রয়ে গেছে ফলে অসুবিধা নিত্য দিনের। কল্যাণপুরের সঙ্গে শহর কান্দিকে বিচ্ছিন্ন করেছে কানাময়ূরাক্ষী নদী। কল্যাণপুরের গ্রামের মানুষেকে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় কান্দি শহরে বিভিন্ন কাজে। যদিও দুটি ব্রিজ রয়েছে একটি বাস স্ট্যান্ডে আরেকটি চার কিলোমিটার দূরে বাইপাসে। তবে বাসস্ট্যান্ড হয়ে কান্দি শহরে ঢুকতে সুভাষ সবজি মার্কেট সংলগ্ন রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। অন্যদিকে বাইপাস হয়ে যদি তারা কান্দি শহরে আসে সেক্ষেত্রে সময় লেগে যায় অনেকটাই যার জন্য কল্যাণপুর গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল কান্দি থানার মোড়ে কানা ময়ূরাক্ষী নদীর উপর একটি ব্রিজ করা।
বিগত পনেরো বছর ধরে এই ব্রিজের দাবি উঠতে থাকায় রাজনৈতিক নেতা-নেত্রীরা অনেকবার আশ্বাস দিয়েছে ব্রিজ করে দেবার, কখনো পরিবহনমন্ত্রী কখনো সেচমন্ত্রী বিভিন্ন পদাধিকার মন্ত্রীরা আশ্বাস দিয়েছিল ব্রিজ করে দেবার জন্য, কিন্তু আজও হয়নি ব্রিজ। ফলে অসুবিধা কান্দি বিভিন্ন এলাকা সহ কল্যাণপুরবাসী।
এ প্রসঙ্গে কান্দি বিধায়ক অপূর্ব সরকার বলেন “ ব্রিজ হলে কান্দি শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে কিন্তু আগেও চেষ্টা করে এখনো ব্রিজের কাজ এগিয়ে নিয়ে যেতে পারিনি তার কারণ কিছু জমিগত সমস্যা আছে এবং যেহুতু ব্রিজ আকারে বড়ো তাই সময় বেশি লাগছে। তবে মানুষ যেহুতু আমাদের আশির্বাদ করেছেন তাই ব্রিজের কাজের জন্য বিধানসভায় আলোচনা করা হয়েছে খুব শ্রীঘ্রই কাজ শুরু হবে।”
বর্তমান সমস্যা কিছুটা দূর করার জন্য ব্রিজের বদলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি অস্থায়ী সেতু করা হয়েছে কিন্তু সামান্য বৃষ্টি হলেয় ভেঙে যায়। কান্দি বাসিন্দার সায়ন মন্ডল জানায় - এই ব্রিজ হলে কেবলমাত্র কল্যাণপুরের কিছু গ্রামবাসীরা উপকৃত হবে তাই নয় কান্দি থানার মোড় সংলগ্ন কানময়ূরাক্ষী নদী চত্বরের কান্দি মহকুমা ব্যবসায়ী সমিতির যে সমস্ত ট্রান্সপোর্টের মাল নামতে আসে ট্রাক চালকেরা আসে তারা উপকৃত হবে। তাছাড়া শহরের যানজট কমানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক সময় নো এন্ট্রি করা হয় কান্দি শহরে আর নো এন্ট্রির ফলে ট্রাক চালকদের প্রচুর সময় অপচয় হয়। এ প্রসঙ্গে কান্দি টোটো ইউনিয়ন এর সম্পাদক মিরাজ সেখ জানিয়েছেন ওই ব্রিজ হলে টোটো চালকরাও উপকৃত হবে যানজটমুক্ত হবে শহর। কান্দিবাসী এখনো আশায় রয়েছে এই ব্রিজ হবে। তবে কবে হবে কেউ জানে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct