আপনজন ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত উত্তর কলকাতার উল্টোডাঙা এলাকার স্যর গুরুদাস মহাবিদ্যালয় এক বিজ্ঞপ্তি জারি করেছিল গত ৭ জুলাই। তাতে ওই কলেজে বিএ, বিএসসি, বিকম-এর পাশ কোর্স অনার্সের দ্বিতীয় ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষার ফর্ম জমা দেওয়ার জন্য দিন নির্ধারণ করা হয়েছিল ২১ জুলাই, ২০২১ অর্থাৎ ঈদুল আযহার দিন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকায় ওই দিনটি থাকায় সেই দিনে স্যর গুরুদাস মহাবিদ্যালয় পরীক্ষার নির্ধারণ করায় বিতর্ক সৃষ্টি হয়। চাপে পড়ে অবশেষে সেই তারিখ পরিবর্তন করতে হয়। এবার সেই ভুলে পা বাড়াল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ঈদুল আযহার দিন অর্থাৎ ২১ জুলাই
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এমফিল পড়ুয়াদের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার জন্য নোটিশ প্রকাশ করে শুক্রবার ১৬ জুলাই। ওই নোটিশে জিওগ্র্যাফি ও অ্যাপ্লায়েড জিওগ্র্যাফির পরীক্ষার ২১ তারিখের মধ্যে দেওয়ার কথা বলা হয়। এই নোটিশ প্রকাশিত হওয়ার পর কিছু ছাত্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও ডিনেক ফোন করে প্রতিবাদ জানালে পরে সেই নোটিশ প্রত্যাহার করে নেওয়া হয় বেল সূেত্রর খবর। জানা গেছে, উত্তরবঙ্গ বিশ্বিবিদ্যালয় শুক্রবার যে নোটিশ (Ref No. 1509/A/CE/2021) প্রকাশ করে তাতে জানানো হয়, এমফিলের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার প্রশ্নপত্র ২০ জুলাই দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nbuexams.net-এ আপলোড করা হবে। আর তা এমফিলের বিভিন্ন বিষয়ের জন্য উল্লেখিত সময়ের মধ্যে ইমেইল মাধ্যমে জমা দিতে হবে। ইকোনমিক্স, নেপালি, পলিটিক্যাল সায়েন্স, হিমালয়ান স্টাডিস, ল’, সোশিওরজি, ইংরেজি, বাংলা, হিন্দি, লাইব্রেরি ও ইনফর্মেশন সায়েন্স-এর পরীক্ষার উত্তর ২৬ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট দিনে দেওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট অফ কমার্স, ডিপার্টমেন্ট অফ জিওগ্র্যাফি ও অ্যাপ্লায়েড জিওগ্র্যাফি এবং ডিপার্টমেন্ট অফ হিস্ট্রির পরীক্ষার উত্তর জমা দেওয়ার সময় দেওয়া নির্ধারণ করে দেওয়া হয়। তাতে দেখা যায়, জিওগ্র্যাফি ও অ্যাপ্লায়েড জিওগ্র্যাফি বিভাগের চারটি পোরের উত্তর জমা দেওয়ার সময় ভিন্ন ভিন্ন উল্লেখ করা হয়। এর মধ্যে একটি পেপার OMGAG107-এর উত্তরপত্র জমা দেওয়ার সয় নির্দারণ করা হয়েছে ২১ জুলাইয়ের মধ্যে। অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নোটিশ মোতাবেক ২০ জুলাই আপলোড করা প্রশ্নপত্রের উত্তর ২১ জুলাই বিকাল পাঁচটার মধ্যে জমা দিতে হবে। আর তা পাঠাতে হবে geog.head@nbu.ac.in এই ঠিকানায় ইমেইল মারফত।
সূত্রের খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নোটিশ প্রকাশিত হওয়ার পর তা বেশ কিছু সমাজসেবী ছাত্রের নজরে পড়ে। তারা তখনই বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিনকে ফোন করে তাদের দৃষ্টি আকর্ষণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সব সমাজসেবী ছাত্রদের দাবি, তাদের কথায় উপাচার্য ও ডিন আশ্বস্ত করেন নোটিশ পরিবর্তন করে দেওয়া হবে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করা হয়। আশ্বাস দেওয়া হয় পরিবর্তিত নোটিশ প্রকাশ করে হবে।
এদিনে রাতে দেখা যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জারি করা নোটিশ তুলে নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। তবে, গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নতুন নোটিশ দেখা যায়নি। ছাত্রদের আশা পরিবর্তিত নোটিশে ঈদের দিনে পরীক্ষার উত্তর জমা দেওয়ার দিন বাদ থাকবে। তাই তারা নতুন নোটিশের অপেক্ষায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct