সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: সম্প্রতি বাঁকুড়ার ময়রাবাঁধ এলাকায় উপর দিয়ে সাবওয়ে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন ২০ থেকে ২৫ গ্রামের গ্রামবাসীরা। তাদের দাবি প্রস্তাবিত ১০৫ মিটার দীর্ঘ এই সাবওয়ে নির্মাণ হয়ে গেলে তাদের এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজনকে পড়তে হবে বিভিন্ন সমস্যায়। তারই প্রতিবাদে বুধবার বাঁকুড়ার ময়রাবাঁধ মন্ডলপাড়া রেটগেট এলাকায় দল মত নির্বিশেষে গ্রাম অধিকার সমন্বয় মঞ্চ গড়ে আন্দোলনে সামিল হয়েছেন কয়েক শ’ মানুষ।
অবস্থান ও বিক্ষোভে সামিল হয়েছেন কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষ। রাদের দাবি রেল এই তুঘলকি সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করুক। না হলে আরও বৃহত্তর আন্দোলনে যেতে অনড় রয়েছেন তারা।
তাদের অভিযোগ, এই সিদ্ধান্তের ফলে ময়রাবাঁধ, সাঁনবাঁধা, ভাদুল, বিকনা, নড়রা, নিকুঞ্জপুর,কষ্ঠিয়া সহ কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষকে পড়তে হবে সমস্যায় দৈনন্দিন সমস্যায়। কৃষিজীবী প্রধান অঞল জীবন জীবিকার বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আপৎকালীন পরিষেবা অ্যাম্বুলেন্স, ফায়ার বিগেট সহ বিভিন্ন পরিবহন থেকে বঞ্চিত হয়ে যাবে এই কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষ। গ্রামবাসীদের এছাড়াও রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। এই সাবওয়ে নির্মাণ হলে ভৌগলিক অবস্থানগত ভাবে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এই সকল সমস্যা কথা জানিয়ে এদিন সকাল থেকেই চলছে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন গ্রামবাসীরা। অবিলম্বে রেলের এই স্বৈরাচারী সিদ্ধান্ত বদল ঘটাতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতির যাতে না ঘটে সেজন্য মোতায়েন রয়েছে বাঁকুড়া সদর থানা ও রেল পুলিশের বিশাল বাহিনী। এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন রেল কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct