আপনজন ডেস্ক: এবার ইরানের তরুণদের বিয়েতে উদ্বুদ্ধ করতে চালু হল নতুন ডেটিং অ্যাপ। ওই নতুন ডেটিং অ্যাপটির নাম ‘হামদাম'। যার বাংলা অর্থ সঙ্গী। এই ডেটিং অ্যাপের মাধ্যমে বিয়ে করতে ইচ্ছুক তরুণ-তরুণীরা পছন্দের সঙ্গী খুঁজে পেতে এবং বাছাই করতে পারবেন। আসলে এর পিছনে রয়েছে বিশেষ একটি কারণ।ইরানের মানুষ দেরিতে বিয়ে করছে। এতে আশঙ্কাজনকভাবে দেশটিতে জন্মহার কমছে। এ নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ তরুণ-তরুণীরা যাতে দ্রুত বিয়ে করতে পারে তার জন্য এই ডেটিং অ্যাপ চালু করেছে। অ্যাপটির নির্মাতা তেবইয়ান কালচারাল ইন্সটিটিউট জানিয়েছে, অ্যাপটিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার’ ব্যবহার করা হয়েছে। হামদামের ওয়েবসাইটের তথ্য অনুসারে, সত্যিকার অবিবাহিত যারা স্থায়ীভাবে বিয়ে ও একমাত্র জীবনসঙ্গীর সন্ধান করছে তাদের সাহায্যের জন্যই অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়েছে। ইরানে ডেটিং অ্যাপ বেশ জনপ্রিয়। তবে দেশটির সাইবার স্পেস পুলিশের প্রধান কর্নেল আলী মোহাম্মদ রাজাবি বলেন, ইরানে এই ধরনের এটিই একমাত্র অ্যাপ, বাকি অ্যাপগুলো অবৈধভাবে চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct