আপনজন ডেস্ক: যতই আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য পুরোপুরি প্রত্যাহারের সময়সীমা এগিয়ে আসছে, ততই একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিচ্ছে তালেবান। কমপক্ষে ৭০ শতাংশ এলাকা এখন তাদের দখলে বলে দাবি করছে তালেবান। কাবুলের ওপরও নিঃশ্বাস ফেলছে তারা। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, মার্কিন সৈন্য প্রত্যাহারের ছয় মাসের মধ্যেই কাবুলের বর্তমান সরকারের পতন হতে পারে। আর তা সত্যি হলে ২০ বছর পর তালেবানই যে আবার আফগানিস্তানের ক্ষমতায় আসছে, তা বলার অপেক্ষা রাখে না। তালেবানের এমন পুনরুত্থানে বিশ্বের অনেক দেশই চিন্তায় পড়েছে। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে ভারত। আফগানিস্তানের কান্দাহার শহরের ভারতীয় কনস্যুলেটের কূটনীতিকদের রাতারাতি দিল্লিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।এতে ইঙ্গিত স্পষ্ট, আফগান ভূমিতে তাদের ভবিষ্যৎ নিয়ে ভারত কতটা উদ্বিগ্ন। হেরাত, জালালাবাদ এবং মাজার-ই-শরিফের ভারতীয় কনস্যুলেটগুলো এখনো খোলা থাকলেও সেগুলোর কাজকর্ম কার্যত বন্ধ হয়ে গিয়েছে। কূটনীতিককে দিল্লিতে ফিরিয়ে নেওয়ার এই সিদ্ধান্তের মাত্র কয়েকদিন আগে আফগানিস্তানে ভারতের সহযোগিতায় তৈরি একটি বাঁধে তালেবানের হামলায় কমপক্ষে ১০ জন নিরাপত্তা রক্ষী মারা যায়। হেরাত প্রদেশের ওই জলবিদ্যুৎ কেন্দ্রটি আফগানিস্তানে ভারতের সবচেয়ে বড় প্রকল্প, যেখানে তারা অন্তত ৩০ কোটি মার্কিন ডলার খরচ করেছে। নতুন করে তৈরির পর সালমা ড্যাম নামে পরিচিত ওই বাঁধের নামকরণ করা হয় ভারত-আফগানিস্তান মৈত্রী বাঁধ, যেটির উদ্বোধন করতে ২০১৬ সালে আফগানিস্তানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফগানিস্তান-ভারত সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত ওই বাঁধে গত সপ্তাহে হামলার ঘটনায় তালেবানের উদ্দেশ্য নিয়ে ভারতের মধ্যে শঙ্কা ও সন্দেহ বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct