আপনজন ডেস্ক: সপ্তম শ্রেনির শিক্ষার্থীদের জন্য ছাপা সামাজিক শিক্ষা বিষয়ের ওই বইয়ে মোহাম্মদ আলী জিন্নাহ, কবি ইকবাল, শিক্ষাবিদ স্যার সৈয়দ আহসান, প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও দানবীর আব্দুল সাত্তার ইধিসহ ব্যাক্তিত্বদের পাশাপাশি ছাপানো হয়েছিল মালালার ছবি। পাঠ্যবইয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের পাশে নোবেলজয়ী নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের ছবি ছাপানোয় ওই বই বাজেয়াপ্ত করেছে পাকিস্তান। বইটিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস মালালার ছবি ছাপানোয় পাঞ্জাব কারিকুলাম ও টেক্সট বুক বোর্ড এ সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে বইয়ের কপি ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযানে নেমেছে টেক্সট বুক বোর্ড।তাদের দাবি, বইটি ছাপানোর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস তাদের অনুমতি নেয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct