আপনজন ডেস্ক: কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ঘটনাটি ঘটেছে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াতে আল-হুসেইন হাসপাতালে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও প্রাথমিক খবরে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কথা বলা হয়েছে। রাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। নিহতদের মরদেহ হাসপাতালের বাইরে আনা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা এখনও কাজ করছেন। স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি আশঙ্কা প্রকাশ করে বলেন, কোভিড ওয়ার্ডটিতে ৬০ জন রোগীর চিকিৎসার বন্দোবস্ত ছিল। ফলে সেখানে এখনও লোকজন আটকে থাকতে পারে। অগ্নিকাণ্ডের পর হাসপাতালের বাইরে বিক্ষোভ করেন স্থানীয়রা। ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহামেদ আল-হালবুসি টুইটে বলেছেন, ‘ইরাকিদের জীবনরক্ষায় ব্যর্থতার স্পষ্ট প্রমাণ হিসেবে দেখা দিয়েছে এই আগুন। এই ভয়াবহ ব্যর্থতার ইতি টানার সময় এখনই।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct