রফিকুল হাসান, শাসন: বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকারের মধ্য দিয়ে ব্যাপক সাফল্য পায় তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। তারই সাথে একাধারে পাড়ায় সমাধান ও তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর দুয়ারে রেশন প্রকল্প চালু করে সমানভাবে ব্যাপক সাফল্য পায়। তেমনি ভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ ও ছোট ছোট সমস্যা সমাধানের জন্য বিভিন্ন জেলা পুলিশের উদ্যোগে দুয়ারে পুলিশ ও প্রশাসন ব্যবস্থা চালু হয়। সর্বপ্রথম পুলিশ প্রশাসনের এই উদ্যোগ বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়। তারপর একে একে বিভিন্ন জেলার পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পুলিশ প্রশাসন পৌঁছে যাচ্ছে।
এদিন তেমনই একটি উদ্যোগ দেখা গেল উত্তর ২৪ পরগনার বারাসাত জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বুধবার বারাসাত জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেগঙ্গার এসডিপিও সৌম্যজ্যিত বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ও প্রশাসন, শাসন থানার অন্তর্গত কৃত্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হন। গত ৭ই জুলাই থেকে জেলা পুলিশের এই উদ্যোগে বিভিন্ন জায়গায় ব্যাপক ভাবে সাড়া পড়ে গিয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কৃত্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়িবাড়ি এলাকার বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধি সহ সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে হাজির হন।
এদিনের এই সংযোগ কর্মশালায় উপস্থিত ছিলেন এসডিপিও দেগঙ্গা সৌম্যজ্যিত বড়ুয়া, কৃত্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিউল ইসলাম, শাসন থানার মেজ বাবু এসআই গৌতম বোস, এসআই শ্যাম সুন্দর গোস্বামী প্রমূখ। পুলিশ ও প্রশাসনিক আধিকারিক গন বিভিন্ন মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনেন। এলাকার সাধারণ মানুষ পানীয় জলের নলকূপ, রাস্তা সারাই, ড্রেন সংস্কার সহ এলাকার অর্থনীতির মূল স্তম্ভ জলকরের জন্য খাল সংস্কার, বৈদ্যুতিক আলো প্রভৃতি সমস্যার কথা ব্যক্ত করেন। এরই সাথে সাথে প্রশাসনিক বিষয়ে বেশ কিছু অভিযোগ সাধারণ মানুষের পক্ষ থেকেও উপস্থাপন করা হয়। পুলিশ ও প্রশাসনের আধিকারিক গন প্রত্যেকের সমস্যা, অভাব-অভিযোগ গুলোকে মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিটি লিপিবদ্ধ করেন।
এ বিষয়ে এসডিপিও সৌম্যজিৎ বড়ুয়া বলেন উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপার রাজ নারায়ণ মুখার্জীর নেতৃত্বে সমগ্র জেলা জুড়ে এই সংযোগ প্রকল্পের মধ্য দিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের বিভিন্ন অভাব-অভিযোগ সমস্যার কথা শুনছি। সাথে সাথে সেই অভিযোগ গুলোকে প্রশাসনের উচ্চ স্তরের প্রতিটা ক্ষেত্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। যাতে করে মানুষের এই সমস্ত বিষয় এর সুরাহা হয়।
এমনই অভিনব পন্থায় মানুষের দুয়ারে পুলিশ-প্রশাসন পৌঁছে যাওয়ায় জেলা পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন কৃত্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিউল ইসলাম। তিনি জানান অন্যান্য সময় মানুষ থানা বা প্রশাসনের আধিকারিকদের কাছে গিয়েও তাদের সমস্যার সমাধান করতে পারেন না। এমন অনেক ছোট থেকে বড় সমস্যা সমাধানের জন্য পুলিশ প্রশাসন যে ভাবে কাজ করছে তা এক কথায় প্রশংসার দাবি রাখে। এ জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অভিনন্দন জ্ঞাপন করে বলেন, মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকারের মধ্য দিয়ে যে সাফল্য পাওয়া গেছে। তারই ধারা অব্যাহত রেখে যেভাবে সাধারণ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাচ্ছে তা রাজ্যের মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct