সুকুমার দাস, মহেশতলা: বর্ষার একটু বৃষ্টিতেই জল জমে বিপর্যস্ত অবস্থায় পড়তে হয় বেহালা, গার্ডেনরিচ ও মহেশতলা এলাকার বাসিন্দাদের। জল নিকাশি ব্যবস্থা ঠিক ভাবে না হওয়ার কারণে বহু বাড়িতে জল ঢুকে যায় বর্ষার বৃষ্টিতে। দীর্ঘদিন ধরে এই সমস্ত এলাকার মানুষের কাছ থেকে অভিযোগ আসছিল। তাই ওই সমস্ত এলাকার জল নিকাশি ব্যবস্থা ও মনিখাল খতিয়ে দেখতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ১০নং ওয়ার্ডের অন্তর্গত পাহাড়পুর বিধানগড়ের কাছে বুস্টার পাম্পিং স্টেশন পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিং, ১৫ নং বোরো চেয়ারম্যান রণজিৎ শীল সহ কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা।
সূত্রের খবর, মহেশতলার সন্তোষপুর পাম্পিং স্টেশন থেকে তিন কিলোমিটার এরিয়া নিয়ে একটি খাল ছিল। কিন্তু বর্তমানে সন্তোষপুর পাম্পিং স্টেশন এর সামনে এই নয়নজলি খালের ওপর তৈরি হয়েছে বহু বাড়িঘর ও দোকান। ফলে কার্যত বন্ধ জল নিকাশি ব্যবস্থা। খালটি বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় সারা বছরই জলমগ্ন থেকে যায় মহেশতলা পৌরসভার ১০নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তারক সিং জানান, “ কলকাতা কর্পোরেশনের উদ্যোগে এই জায়গায় মাটির নিচে দিয়ে কিভাবে অত্যাধুনিক পদ্ধতিতে খাল তৈরি করে জমা জলের জন্য নিকাশি ব্যবস্থা করা যায় তার জন্যই আমাদের এই পরিদর্শন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct