আপনজন ডেস্ক: আর শোনা যাবে না ভয়েস অফ আমেরিকার বাংলা রেডিও প্রোগ্রাম। আগামী শনিবার থেকে ভয়েস অব আমেরিকার বাংলা রেডিও সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে। গত ৬৩ বছর ধরে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা ও বাংলাদেশে সম্প্রচার হওয়া এই সার্ভিসটি বন্ধ করারর ঘোষণা দিয়েছে মার্কিন সরকার।
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ভয়েস অব আমেরিকার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোয়া’র বাংলায় এফএম এবং শর্টওয়েভ রেডিও সম্প্রচারের আনুষ্ঠানিকতা ১৭ জুলাই শেষ হবে। বেতারে শ্রোতাগোষ্ঠীর সংখ্যা কমে যাওয়ায় এবং টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক-অনুসারীর সংখ্যা বাড়ায় বাংলা এফএম ও শর্টওয়েভে বেতার সম্প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তারা টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা দর্শক-শ্রোতাগোষ্ঠীর জন্য নতুন অনুষ্ঠান ও আধেয় প্রচার বাড়াবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশন বাজারে এলেও তখন বিশ্বজুড়ে গণমাধ্যম বলতে সবাই বেতারকেই চিনত, বেতারই শুনত।
ভিওএ প্রোগ্রামিং এর ভারপ্রাপ্ত পরিচালক জন লিপম্যান বলেন, ভিওএ বাংলা ১৯৫৮ সালের জানুয়ারিতে যখন চালু হয়েছিল, তখন কোনো টেলিভিশন বা বেসরকারি রেডিও ছিল না। তখন সীমান্তের বাইরে থেকে ভিওএ-র শর্টওয়েভে রেডিওতে সম্প্রচারিত স্বাধীন সংবাদ এবং তথ্যের উপর নির্ভর করতো বাংলাভাষী জনগণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct