আপনজন ডেস্ক: চিনের নাগরিকদের মতো সমান মর্যাদা নিয়ে উইঘুর মুসলমানদেরও বাস করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, আর এটা তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ। মঙ্গলবার চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক ফোনালাপে তিনি এসব কথা বলেন।
এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ফোনালাপে উভয় নেতা দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন। এ সময় চিনের জাতীয় সার্বভৌমত্বকে তুরস্ক সম্মান করে বলেও জানান এরদোগান।
শি জিনপিংকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুরস্ক ও চিনের মধ্যে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উচ্চ সম্ভাবনা ছিল। এছাড়া দুই নেতা শক্তি, বাণিজ্য, পরিবহন এবং স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
শিনজিয়াংয়ে সংখ্যালঘু মুসলমানসহ উইঘুরদের ওপর চিনা কর্তৃপক্ষের আচরণের নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ পশ্চিমা বিশ্ব। বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানানো হয়েছে। অবশ্য এসব অভিযোগ সবসময় অস্বীকার করে আসছে চিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct