জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়া : পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি ও সাইকেলে চেপে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করল পুরুলিয়া জেলা কংগ্রেস | বৃস্পতিবার জেলা কংগ্রেস সভাপতি তথা বাঘমুন্ডি বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতর নেতৃত্বে পুরুলিয়া শহরের সাহেব বাঁধ মোড়ের দলীয় কার্য্যলয়ে জমায়েত হন কংগ্রেস নেতা কর্মী সমর্থকেরা। আর সেখান থেকেই পুরুলিয়া জেলা কংগ্রেস নেতৃত্ব , রাজ্য ও কেন্দ্র সরকারের লাগাম ছাড়া পেট্রল ডিজেল সহ রান্নার গ্যাসের অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল শুরু করে পুরুলিয়া শহরের একাংশ পরিক্রমা করে ট্যাক্সি স্ট্যান্ডে মিছিল শেষ করেন। মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত ছাড়াও অন্যান্য কংগ্রেস নেতা কর্মী সমর্থকেরা।
এদিন নেপাল মাহাত বলে, কেন্দ্র ও রাজ্য সরকারের টানা পোড়েনের জেরে পেট্রো পণ্য ও গ্যাসের দামের মূল্য বৃদ্ধি হয়েই চলেছে দিন দিন। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাই আজকে জেলা জুড়ে লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, রাজ্য সরকার যে ট্যাক্স নেয় তা হয়তো কিছুটা কমিয়ে দিলেও জনসাধারণের অনেক সুরাহা হবে। কিন্তু তা না করে শুধু নাটকবাজি হচ্ছে এরাজ্যে। দিন দিন পেট্রো পণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি ঘটেই চলেছে। অন্যদিকে নরেন্দ্র মোদি সরকার কোনো কর্ণপাত করছেনা এসব নিয়ে। একই ভাবে রাজ্যে দিদির রাজত্ব থাকার পরেও শুধু মানুষকে ভুল বোঝানো হচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না। বর্তমানে জনসাধারণ বুঝতে পেরে গেছে দিল্লিতে একমাত্র কংগ্রেসের সরকারের চাই। আমাদের প্রতিবেশী রাজ্য পাকিস্তান ও বাংলাদেশ তারা ইতিমধ্যে ট্যাক্স ও পেট্রো পণ্যের দাম কমিয়ে দিয়েছে এরাজ্যের তুলনায় অনেক কম। বর্তমানে আমাদের রাজ্যে প্রায় ৩৮ টাকা ট্যাক্স নেয় কিন্তু এই টাকাটা হয়তো কিছুটা কমালেও আজ জন সাধারণের অনেক সুরাহা হত। কিন্তু তারা এবিষয়ে গুরুত্ব না দেওয়ায় কমেনি পেট্রো পণ্যের দাম ও রান্নার গ্যাসের দাম। আর তারেই প্রতিবাদে সাইকেলে চেপে ও গরুর গাড়িতে চেপে প্রতিবাদ জানাচ্ছি আমরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct