আপনজন ডেস্ক: এতদিন আসামে গরু জবাইয়ে কোনো বাধা ছিল না।তবে এবারে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মনে হয়েছে, সাত দশকের পুরনো এই আইন গরু রক্ষার জন্য যথেষ্ট নয়। তাই নতুন একটি বিল আনার ব্যাপারে আগ্রহী তিনি। সেই বিলে বলা হচ্ছে, হিন্দু এলাকা এবং কোনো মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না। যদিও এই মুহূর্তে ভারতের বহু রাজ্যেই গো-হত্যা বন্ধের আইন রয়েছে। তবে গো-মাংস কোথায় বিক্রি করা যাবে কি-না, তা নিয়ে আইন হচ্ছে এই প্রথম। আসাম গো-রক্ষা বিল-২০২১ বিধানসভায় উপস্থাপন করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। এতে বলা হয়েছে, যেসব জায়গায় হিন্দু, শিখ ও জৈনরা থাকেন সেখানে এবং মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গো-মাংস কেনাবেচা করা যাবে না। সেখানে আরো বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া অন্য রাজ্য থেকে আসামে গরু আনা বা আসাম থেকে অন্যত্র গরু নিয়ে যাওয়া যাবে না। আসামে ১৯৫০ সালের আইনে বলা হয়েছিল, ১৪ বছরের বেশি বয়সী গরু, যা কাজ করতে অক্ষম, তাদের জবাই করা যাবে। তবে এর জন্য স্থানীয় পশু চিকিৎসকের কাছ থেকে সনদ নিতে হবে। নতুন বিলে বলা হয়েছে, মহিষ জবাইয়ের ক্ষেত্রেও এ ধরনের সাটিফিকেট দরকার হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct