রাজু আনসারী, অরঙ্গাবাদ: তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব চাইছেন দলের সাইবার সেল আরও বেশি সক্রিয় হোক৷ আগামীতে রাজ্য জুড়ে পুর নির্বাচন, বিধানসভার উপ নির্বাচন ও পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচন৷ তার আগে মুর্শিদাবাদ জেলার ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের নির্দেশে দলের সাইবার সেলকে মজবুত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছেন ফরাক্কা বিধানসভা তৃণমূল কংগ্রেস সাইবার সেলের সভাপতি আলি আহসান বাপি৷ তিনি ইতিমধ্যে এক ঝাঁক তরুণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাইবার সেলের দায়িত্ব দিয়েছেন৷ তারা ইতিমধ্যে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং সোশ্যাল মিডিয়াতে দলনেত্রীর নির্দেশ মতো প্রচারের ঝড় তুলেছেন৷
বুধবার সাইবার সেলের কর্তা আলি আহসান বাপি ফরাক্কার তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের যোদ্ধা জাহাঙ্গীর আলমকে ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেস সাইবার সেলের সহ সভাপতি হিসাবে নিযুক্ত করলেন৷ জাহাঙ্গীরের হাতে নিয়োগপত্র তুলে দেন আলি আহসান বাপি৷
ফরাক্কা বিধানসভা তৃণমূল কংগ্রেস সাইবার সেলের সভাপতি আলি হোসেন বাপি বলেন, আমাদের প্রিয় ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের হাত শক্ত করার জন্য আমরা সাইবার যোদ্ধাদের নিয়োগ করছি৷ আগামীতে প্রতিটি অঞ্চলে ও বুথে বুথে দলের সাইবার যোদ্ধাদের নিয়োগ করা হবে৷ এদিন জাহাঙ্গীর আলম বলেন, বিধায়ক মনিরুল ইসলামের উন্নয়নের কথাগুলো দিক বিদিকে ছড়িয়ে দেওয়াই হবে আমাদের কাজ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct