বাবলু প্রামাণিক, নেপালগঞ্জ: দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকা শহর ঘেঁষা বিষ্ণুপুর, আর বিষ্ণুপুরে প্রমিলা বাহিনীরা রাজপথে নামল মঙ্গলবার। একটি সূত্র জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনার অন্যতম বৃহৎ বাজার নেপালগঞ্জ বাজারে নেপালগঞ্জ বাজারে প্রায় অধিকাংশ বিক্রেতা হল মহিলারা। মূল্ত মহিলাদের হাট। আর এই হাটে মহিলারা মহিলাদেরকে সচেতন করতে তারা এদিন প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার ও দূষণমুক্ত পৃথিবী গড়ার বার্তা নিয়ে পৌছে যান। মহিলা দোকানদারেরা জানাচ্ছেন, প্লাস্টিকের কারণে জল নিকাশি জায়গায় প্লাস্টিক চায়ের কাপ পড়ে থাকার কারণে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে।
পাশাপাশি নদীতেও পড়ে নদীর জল দূষিত করছে। এছাড়াও মাটিতে পড়ে মাটি দূষণ ও পোড়ালে বায়ুদূষণও হচ্ছে দূষণে এরাতে ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত প্রকৃতি দিতে তাদের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পাশাপাশি কেউ বলছেন, প্লাস্টিক বন্ধ করতে হলে প্রমিলা বাহিনী রাস্তায় নেমে কিছু হবে না। সরকার যদি এই কোম্পানিগুলিকে বন্ধ করে তাহলে প্লাস্টিকের অবাধ ব্যবহার বন্ধ হবে। নচেৎ কোনওবাবেই প্লাস্টিকের অপব্যবহার বন্ধ করা সম্ভব নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct