আপনজন ডেস্ক: মঙ্গলবার ২০১৯ সালের রাজ্য সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ)-এর ‘এ’ গ্রুপের ফল প্রকাশিত হয়েছে। তাতে মোট ৭০ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৪০ জন সাধারণ ক্যাটেগিরির, ওবিসি-এ ৬জন, ওবিসি-িব ৪জন, এসসসি ১৪জন, এসটি ৫ জন ও শাররীরিক প্রতিবন্ধী একজন। তবে এই পরীক্ষায় বারুইপুরের যোগীবটতলায় সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান আমীন ফাউন্ডেশন পরিচালিত সিভিল সার্ভিস কোচিং থেকে তিন জন উত্তীর্ণ হয়েছেন বলে ওই প্রতিষ্ঠান সুত্র জানিয়েছে।
জানা গেছে, ওই তিনজনের মধ্যে একজন হলেন অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ আধিকারিক মোতালেব সরদারের পুত্র শাহিন আলম সরদার। সাহিন ১১তম স্থান অধিকার করেছেন বলে জানা গেছে। যদিও শাহিন আলম বর্তমানে রাজ্য সরকারের চাকরিতে কর্মরত আছেন। ফলে আল আমীন ফাউন্ডেশন ডব্লুবিসিএস কোচিং-এ এক বড় সাফল্য পেল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct