আপনজন ডেস্ক: বাম কিডনির পাথর বের করতে গিয়ে ডান পাশ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। শফিকুল ইসলাম নামের ওই চিকিৎসক ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট। ভুক্তভোগী রোগী দিনমজুর আজিমুল খান (৪০) সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাল গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আজিমুল খান বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। তাই চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ডা. শফিকুল ইসলামের কাছে যান। সেখানে পরীক্ষা-নীরিক্ষার পর আজিমুলের বাম কিডনিতে পাথর রয়েছে এবং অস্ত্রোপচার করে সেই পাথর বের করতে হবে বলে জানান ডা. শফিকুল। দিনমজুর আজিমুলের স্ত্রী বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করানোর টাকা নেই জানিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে দেওয়ার জন্য বলেন ডা. শফিকুলকে। এরপর গত ২৭ জুন হাসপাতালে আজিমুলের অস্ত্রোপচার করেন ডা. শফিকুল। আজিমুলের স্ত্রী খালেদা বেগম জানান, ওইদিন সকাল ৮টার দিকে অস্ত্রোপচারের জন্য আজিমুলকে ওটিতে নিয়ে যাওয়া হয়। পাঁচ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে ওটি থেকে বের করার পর আজিমুল জানান, চিকিৎসক পাথর বের করার জন্য প্রথমে বাম পাশে না কেটে ডান পাশ কেটে ফেলেন। এরপর আবার বামপাশ কাটেন। পরে ডানপাশ কাটার ব্যাপারে ডাক্তারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এটি দুর্ঘটনা।’ তবে দুই পাশ কাটার জন্য এখন আজিমুলের হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে বলে জানান খালেদা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct