আপনজন ডেস্ক: আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার প্রক্রিয়া শুরুর পর থেকেই সেখানে তালিবানের অত্যাচার ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। সরকারি বাহিনীকে সরিয়ে আফগানিস্তানের বিভিন্ন এলাকার দখল নিতে শুরু করেছে সশস্ত্র এ গোষ্ঠী। এলাকার কর্তৃত্ব দখল নিয়ে তালিবান ও আফগান সরকারের মধ্যে প্রায়ই দ্বিমত দেখা যায়। এবার আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানাল তালিবান গোষ্টী। মস্কো সফররত তালিবানের তিন কর্মকর্তার একজন শাহাবুদ্দিন দেলাওয়ার বলেন, ' আপনারা এবং গোটা বিশ্ব হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে, আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। ইসলামিক স্টেট (আইএস) যেন আফগান অঞ্চলে কর্মকাণ্ড চালাতে না পারে, তার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেব। আর আমাদের অঞ্চল কখনোই প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহৃত হবে না।'এর একদিন আগে এই প্রতিনিধি দলটিই জানিয়েছিল, তালিবান তাজিক-আফগানিস্তান সীমান্ত আক্রমণ করতে যাবে না। তাজিকিস্তানে বিশাল সামরিক ঘাঁটি রয়েছে রাশিয়ার। সম্প্রতি তারা জানিয়েছে, আফগানিস্তান সীমান্তে স্থিতিশীলতার জন্য প্রয়োজনে সাহায্য করবে মস্কো। এদিকে, রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের দুই-তৃতীয়াংশের বেশি এলাকা এখন তালিবানের নিয়ন্ত্রণে।আফগান সরকার ও তালিবান উভয় পক্ষকেই সংযম দেখানোর কথা জানিয়েছে রুশ বিদেশ মন্ত্রণালয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct