সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর: ডাইনি অপবাদে আক্রান্ত হলো ডেবরা থানার ভুঁইয়াবসান গ্রামের এক ব্যক্তি। গত শনিবার ডাইনি বলে “অপবাদ” দেওয়া হয় সনাতন মুর্মু নামে এক ব্যক্তিকে। এর প্রতিবাদে তিনি থানায় অভিযোগ করেন গ্রামের কিছু মানুষের বিরুদ্ধে।
সোমবার ওই ব্যাক্তির পাশে দাঁড়ালো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এরপর স্থানীয় উপপ্রধান নিকুঞ্জ মণ্ডলের উদ্যোগে দুইপক্ষকে নিয়ে এদিন সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শুক্রবার সকালে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। সেদিন উপস্থিত থাকবেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরাও। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে ভাস্করব্রত পতি, আলোক মাইতি, বিশিষ্ট নাট্যকার তাপস তরোয়াল প্রমুখ। এদিন গ্রামের আদিবাসী পরিবারের লোকজনের সঙ্গে এই বিষয়ে কথা বলেন কুইজ কেন্দ্রের প্রতিনিধিরা।তাঁরা গ্রামবাসীদের বোঝান ‘ডাইনি’ বা ‘ডাইন’ বলে কিছু হয় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct