সজিবুল ইসলাম, ডোমকল: ডিজেল পেট্রোল মূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ কমিটির সদস্যদের নিয়ে নরেন্দ্র মোদীর কুশপুত্তুলিকা পুড়িয়ে অবস্থান বিক্ষোভ করল জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক। দিনের পর দিন যেভাবে ডিজেল পেট্রোলের দাম বেড়েই চলেছে তাতে সারা ভারতবর্ষ বড় বিপদে পড়ে আছে বলে দাবি বিধায়ক আব্দুর রাজ্জাকের।
পাশাপাশি তিনি বলেন বর্তমান করোনা পরিস্থিতিতে জিনিসপত্রের দাম এমনিতেই বেড়ে গেছে তার ওপরে মোদীজি যেভাবে পেট্রোলের দাম বাড়াচ্ছে তাতে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিনের পর দিন বাড়তেই থাকছে। এই সময় প্রতিটি সাধারণ মানুষের মোদি সরকারের পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামা উচিত বলেও তিনি জানান।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লক দক্ষিণের সভাপতি রাকিবুল ইসলাম রকি, সংখ্যালঘু সেলের সভাপতি মিনারুল ইসলাম মিলা ,উত্তর ও দক্ষিণের যুব তৃণমূল সভাপতি সালাউদ্দিন সরকার লিটন, ইমরান হোসেন সহ প্রমুখ।একি ভাবে ডোম কল বিধান সভা অবস্থান বিক্ষোভ দেখলেন ব্লক ও পুরসভার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক গণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct