এহসানুল হক, বসিরহাট: রক্তদান মহৎদান ,এই রক্তদানকে উপেক্ষা করে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করে। করোনার আবহে রক্তদান কর্মসূচি বিভিন্ন জায়গায় ব্যাহত হয় এবং বসিরহাটের বিভিন্ন জায়গায় রক্তের জন্য হাহাকার পড়ে যায়। সেই দিকে লক্ষ্য রেখে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার পঞ্চায়েতের পঞ্চায়েতের রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ও বসিরহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহানুর মন্ডল। এই মর্মে এদিন বসিরহাট ফিফা বি এম হাই স্কুল একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে বহু মানুষ উপস্থিত হন। প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই অনুষ্ঠানটি। জাতীয় পতাকা উত্তোলন করেন বসিরহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরহাটের দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি, বসিরহাট -১ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি রবিউল ইসলাম, ফিফা বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক মন্ডল, পিফা পঞ্চায়েত প্রধান সহ একাধিক নেতৃত্ব। এদিন শাহানুর মন্ডল বলেন, দিল্লির একটি দল পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে চাইছে।এটা কোন মতেই আমরা হতে দেব না। বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি এই করোনা কালে যাঁরা রক্তদান করেন তাঁদেরকে তিনি ধন্যবাদ দেন। তিনি বলেন, রক্তদানে শরীর খারাপ হয় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct