নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: জমি বিক্রি করে চিকিৎসা করিয়েও ছেলেকে বাঁচাতে পারলেন না বাবা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে। এই গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের বড় ছেলে মিঠুন আলি (২৯) মঙ্গলবার সকাল ৭টা নাগাদ কিডনিজনিত সমস্যায় মারা যান। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে কিডনি'র সমস্যায় ভুগছিলেন মিঠুন। চলছিল চিকিৎসা।সপ্তাহে দুই দিন তার রক্ত ডাইলেসিস করতে হত। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিযেন। আশঙ্কাজনক অবস্থা দেখে ডাক্তারবাবুরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন তাকে। পরিবারের লোকেরা মালদা থেকে ডাক্তার দেখিয়ে মিঠুকে বাড়ি নিয়ে চলে আসেন সোমবার। মঙ্গলবার সকালে শিলিগুড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল।তার আগেই বাড়িতে মারা যান।পরিবারে রয়েছে বয়স্ক পিতা আব্দুল মালেক (৬০), মাতা সাহানুরা বিবি (৫৫), স্ত্রী মমতা খাতুন (২৫) ও এক ভাই রনি আক্তার (২০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, তার দুটো কিডনি পুরোপুরি ভাবে অকেজো হয়ে পড়েছিল। অভাবের সংসারে বাবা জমি বিক্রি করে ছেলের প্রাণ বাঁচানোর চেষ্টা চালিয়ে বাঁচাতে পারলেন না। মঙ্গলবার সকালে মিঠুনের জীবন প্রদীপ নিভে যায় বলে খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct