অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর খুনিদের গ্রেপ্তার করতে হবে, পুলিশ প্রশাসন আসামিদের গ্রেপ্তার করছে না কেন? ইত্যাদি দাবিতে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন মৃতের পরিবারের লোকেরা।
জানা গেছে গত ৩০ এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার তপন এলাকার জালাল উদ্দিন সরকার নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় দোষীদের এখনও গ্রেফতার করা হয়নি। দোষীরা এখনো এলাকায় ঘুরছে। তাই এই অভিযোগ তুলে দোষীদেরকে গ্রেপ্তারের দাবিতে এদিন মৃতের পরিবারের সদস্য ও আত্মীয়রা জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। মৃতের পরিবারের লোকেদের দাবি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। এবিষয়ে সেলিনা সরকার নামে এক আন্দোলনকারী জানান, দোষীরা বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাদের গ্রেফতার করছে না। আমরা থানায় আবেদন করেছি। তবু দোষীদের ধরা হচ্ছে না। তাই আজ আমরা সঠিক বিচারের দাবিতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি। আমাদের দাবি দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের বিরুদ্ধে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct