মঞ্জুর মোল্লা, নাদিয়া: আর মাত্র এক সপ্তাহ পরেই ঈদুল আজহা বা বকরিদ। এই ঈদে পশু উৎসর্গ করা হয় আল্লাহর উদ্দেশ্যে। তার আগেই নদীয়াতে দেখা মিলল উটের। নদিয়ার হাবিবপুর এলাকায় স্থানীয় লোকজন উঠকে দেখতে ভিড় জমায়। অনলাইনের মাধ্যমে এক গ্রুপ থেকে কুরবানি দেওয়ার জন্য কিনেছেন এক ব্যক্তি। তিনি প্রতিবছরই ছাগল দুম্বা কিনে নিয়ে আসেন, মাংস বিলানোর জন্য। আস্ত একটা উট কিনে নিয়ে আসলেন মালদা থেকে।
এ ব্যাপারে আব্দুল রহিম নামে এক ব্যক্তি জানান, অনলাইনে সার্চ করে মালদায় এক ব্যবসায়ীর সাথে যোগাযোগ হয়। তার দেওয়া সময় অনুযায়ী এখানে চারটি উট প্রায় লক্ষ টাকা দিয়ে কিনি। মালদা থেকে শান্তিপুর গাড়ি করে নিয়ে আসি। রাস্তা খারাপের কারনে অনেক দূরের পথ পেরিয়ে, সে উটটি একটু ক্লান্ত হয়ে গেছে দু এক দিন যত্নে থাকলে তাজা হয়ে উঠবে! এই গ্রামে কখনো এতো বড় উট আসেনি কোনদিন। শুধু এই গ্রামে বা কেন পাশাপাশি বহুগ্রাম থেকে উৎসাহী মানুষের ভিড় জমেছে উট দেখতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct