আপনজন ডেস্ক: মুসলিম ধর্মাবলম্বী হিসেবে অভিনয় করা ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণসম বলে জানিয়ে তিনি অভিনয় থেকে বিদায় নেন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির অভিনেত্রী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত জায়রা ওয়াসিম। তবে এরপরই টরোন্টোর চলচ্চিত্র উৎসবে তাকে দেখে হতবাক সবাই। টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবির। সেই উপলক্ষেই প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার এবং জায়রা ওয়াসিম পৌঁছে যান টরোন্টোয়। সেখানে সমুদ্র সৈকতে খোলামেলা পোশাকে পোজ দিয়েছেন জায়রা। আর এতে তার ওপর ক্ষেপে আগুন নেটিজেনরা। অনেকে তাকে ‘ড্রামাবাজ’ বলেন। কেউ কেউ বলেন, 'ধর্মের দোহাই দিয়ে অভিনয় করা তো আগেই ছেড়ে দিয়েছেন, তাহলে এখন আবার ওখানে গিয়েছেন কী করতে? কী নাটুকে আপনি।' অভিনয় ছাড়ার কথা ঘোষণা করার পর জায়রার সিদ্ধান্তে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল বলিউড। কেউ সমর্থন জানিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন, কেউ বা আবার তার প্রতিশ্রুতিমান ভবিষ্যতের কথা ভেবে বিরোধীতা করেছিলেন। এবার টরোন্টোর সমুদ্র সৈকতে খোলামেলা পোশাকে দাঁড়িয়ে ফের নেটিজেনদের রোষানলে পড়লেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct