নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: রাজ্য সরকারের উদ্যোগে করোনা মহামারীকে মোকাবিলা করতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নেওয়া হলো। বেঙ্গল অম্বুজা ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এই অক্সিজেন প্লান্ট বসানো হচ্ছে বলে খবর। জেলায় গ্রামীণ হাসপাতালে এ ধরনের অক্সিজেন প্লান্ট বসানোর নজির খুব কম রয়েছে। জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে থাকলে মালদা জেলার অন্যতম ব্যস্ততম মহাকুমা চাঁচল এর গ্রামীণ হাসপাতাল গুলির মধ্যে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল এর সর্বপ্রথম উন্নত মানের অটোমেটিক অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই এই অক্সিজেন প্লান্ট বসানোর সম্পূর্ণ যন্ত্রপাতি হসপিটালে এসে পৌঁছেছে। কাজও শুরু হয়ে গিয়েছে ইনস্টলেশনের। আগামী সপ্তাহের মধ্যে এই অক্সিজেন প্লান্ট কাজ শুরু করে দেবে বলে খবর।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু জানান মালদা জেলা সমাহর্তার উদ্যোগে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসতে চলেছে। আগামী শুক্রবার ও শনিবারের মধ্যেই এই অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু করে দেবে। ইনস্টলেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।এই অক্সিজেন প্লান্ট দিয়ে হসপিটালে ২৪ ঘন্টায় একসাথে ৫০ জন রোগীকে অক্সিজেনের সরবরাহ করা সম্ভব হবে।অক্সিজেন প্লান্ট হরিশ্চন্দ্রপুর এর মত প্রত্যন্ত এলাকায় বসায় খুশি এলাকার বাসিন্দারা ও বুদ্ধিজীবী সমাজ।
হরিশ্চন্দ্রপুরের স্থানীয় বাসিন্দা দেবাশীষ চ্যাটার্জী জানান হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অধিকাংশ অঞ্চলের মানুষ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল এর উপর ভরসা করে থাকে।অক্সিজেন প্লান্ট হরিশ্চন্দ্রপুরের মত গ্রামীণ হাসপাতালে বসানোতে এলাকার অনেক গরীব রোগীদের সুবিধা হল।
এদিকে হরিশ্চন্দ্রপুর এর মত প্রত্যন্ত গ্রামীণ হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসায় স্বভাবতই খুশি হরিশ্চন্দ্রপুরের চিকিৎসকরা।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক অমল কৃষ্ণ মণ্ডল জানান এটা আমাদের হরিশ্চন্দ্রপুর এর জন্য খুব খুশির খবর। গ্রামীণ এলাকায় হাসপাতালে এই ধরনের পরিকাঠামোর নজির খুব কম রয়েছে। আগে হরিশ্চন্দ্রপুর থেকে ৯০ কিলোমিটার দূরে গিয়ে অক্সিজেন নিয়ে আসতে হতো। কিন্তু এখন হাসপাতাল চত্বরে অক্সিজেন উৎপাদন হবে। এতে এলাকাবাসীদের প্রচুর সুবিধা হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct