আপনজন ডেস্ক: উত্তর ২৪ পরগনার অন্তর্গত কাটিয়াহাট আল হেরা একাডেমী (মিশন) এর পক্ষ থেকে ভাষাবিদড. মোহাম্মদ শহীদুল্লাহ জন্ম বার্ষিকী পালন করা হয় রবিবার। উপস্থিত ছিলেন মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক, হাজী আকবর আলী সরদার, সভাপতি আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হক, চেয়ারম্যান, শিক্ষক মাসুদুর রহমান, সিরাতের রাজ্য সম্পাদক ও মিশনের ডাইরেক্টর শিক্ষক আবু সিদ্দিক খান, ট্রাস্টি বোর্ডের সদস্য হাফেজ তরিকুল ইসলাম প্রমুখ। কুরআন তেলাওয়াত ও নাতে হামদের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ড. শহীদুল্লাহ প্রসঙ্গে আবু সিদ্দিক খান বলেন, উত্তর ২৪ পরগনার হাড়োয়ার পিয়ারা গ্রামে ড. মোহম্মদ শহীদুল্লাহ জন্ম হয় এটা আমাদের গর্ব। তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন পাণ্ডিত্য যে নিরন্তন জ্ঞান চর্চার একটি সামগ্রিক ফসল তা আজ পরিষ্কার। বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর যে অবদান তা আজ অনস্বীকার্য। একাধিক বিশ্ববিদ্যালয়ে তাঁর বই পড়ানো হয়। বাংলা সাহিত্যে তিনি এক অনন্য মুখ তা বাংলা ভাষাপ্রেমীরা ও শিক্ষার্থীরা অবনত মস্তকে আজও স্মরণ করে।
তিনি একাধারে যেমন দার্শনিক তেমন বহুভাষাবিদও ছিলেন। চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, ড.মোহাম্মদ শহীদুল্লাহ্ সাহেবের শিক্ষার গভীরতা নিয়ে বললে শেষ করা যাবে না, তিনি হিন্দু মুসলিম যেমন সত্য, তারথেকে বেশি সত্য আমার বাঙালি জাতি। বাঙালি সত্তাকে বেশি গুরুত্ব দিয়েছেন। বাংলা ভাষা আন্দোলনের অন্যতম জনক ছিলেন। তাঁকে অনুকরণ অনুসরণ করা দরকার।
ক্যাশিয়ার মোঃ মোস্তাকিম মণ্ডল বলেন, ড.শহীদুল্লাহ সাহেব বাংলা সাহিত্যে যেমন পন্ডিত ছিলেন তেমন আরবি সাহিত্যেও অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। ধর্মীয় চর্চায় অগ্রণী ভূমিকা ছিলো যথেষ্ট। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সরদার, আলামিন মোল্লা প্রমুখ সভাপতি মোজাম্মেল হকের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সম্পাপ্তি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct