কুতুবউদ্দিন মোল্লা, রায়দিঘি: প্রিয় দল জিততেই সোমবার সকালে ক্যানিংয়ে টি-শার্ট বিতরণ করলেন সুন্দরবনের সমাজসেবী এক যুবক। বিগত দিনে একের পর এক স্বপ্ন ভঙ্গ হয়েছে।প্রিয় আর্জেনটিনা দল আন্তর্জাতিক কোন পুরষ্কার পায়নি। সময়টাও দীর্ঘ ২৮ বছর। ইতি মধ্যে ফুটবলের ভগবান মারাদোনা প্রয়াত হয়েছেন।কিন্তু প্রিয় দলের জন্য প্রতি মুহূর্তে সমর্থন করে গিয়েছেন সুন্দরবনের সমাজসেবী যুবক ফারুক আহমেদ সরদার।মেসির হাতে কোপা আমেরিকা ট্রফি উঠতেই ফারুকের নেতৃত্ব ক্যানিংয়ের রাস্তায় আনন্দ উত্সবে মাতলো আর্জেন্টিনার সমর্থকরা। রবিবাসরীয় ভোরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা কাপ উঠলো আর্জেন্টিনার হাতে। ডি মারিয়ার গোলে কোপা আর্জেন্টিনার দখলে যাওয়ার পরই ক্যানিংয়ের রাজপথের দখল নেয় নীল-সাদা বাহিনী। আর্জেন্টিনার কোপা জয়ে তাদের সমর্থকরা বিভিন্ন ধরনের বাজনা নিয়ে আনন্দ উত্সবে মেতে ওঠে সোমবার।
কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার জয় সমগ্রবিশ্ব সেই আনন্দে আনন্দিত। আনন্দিত আর্জেনটিনার সমর্থক ফারুকও।প্রিয় দলের জয়ে আনন্দে মাতোয়ারা ফুটবল প্রেমী মানুষজন। সবকিছু আনন্দ বিগত প্রায় দু’বছর ধরে স্তব্ধ করে দিয়েছিল করোনাভাইরাস, প্রাকৃতিক দুর্যোগ এবং বিশ্বউষ্ণায়ন। আর্জেনটিনার জয়ের আনন্দে মারণ করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে সচেতনতামূলক বার্তা দিয়ে সকল স্তরের মানুষের সচেতনতা বাড়াতে এবং আনন্দ উপভোগ করতে হ্যান্ডবিল ,করোনা সুরক্ষা সামগ্রী,পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার বার্তা লিখে আর্জেনটিনার দলের টি-শার্ট উপহার দিলেন এলাকার আর্জেনটিনা সমর্থক ক্লাব সদস্যদের কে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct