মঞ্জৃুর মোল্লা, নদিয়া: পুলিশকর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল চাপড়ায়। গতকাল গভীর রাতে পরপর চারটি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে অভিযোগ একদল দুষ্কৃতী মাথায় বন্দুক ঠেকিয়ে ঘরের আলমারি খুলে প্রায় ৯ থেকে ১০ সোনার অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পার্থ ঘোষ নামে এক পুলিশ কর্মীর বাড়িতে ঘরের ছেলে ঘুমন্ত অবস্থায় মাথায় বন্দুক ঠেকিয়ে সোনার গহনা লুট করে অপর একটি সেনা কর্মীর বাড়িতে ঢোকে ওই দুষ্কৃতী দল সেই বাড়ি থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা নিয়ে অন্য একটি বাড়িতে যাই সেই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে এলাকার লোকজন জানাজানি শুরু হলে দুষ্কৃতীরা ওখান থেকে চম্পট দেয় ঘটনাটি ঘটেছে চাপড়া থানার বৃত্তিহুদা গ্রামের ঘোষপাড়া এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে ছুটে আসে চাপড়া থানার পুলিশ গ্রামবাসীদের দাবি এই এলাকায় একটি পুলিশ ক্যাম্প করা হোক।এই ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।তবে পুলিশের ঘরে চুরি হলো এখনো পর্যন্ত খোয়া যাওয়া জিনিস উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি চাপড়া থানার পুলিশ।এদিন তৃনমূলের এই বিক্ষোভে উপস্হিত ছিলেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ, কার্যকরী সভাপতি সেখ আব্দুল লালন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্যা কাকুলি রাজা, সৈয়দ হায়দার আলী সহ অনান্যরা। তৃনমূলের অবস্হান বিক্ষোভে কোভিড বিধি মেনে প্রতি বুথ থেকে দশজন করে নিয়ে অবস্হান বিক্ষোভ শুরু হয়েছে। সম্প্রতী প্রতিদিনই পেট্রোপন্যের দাম বৃদ্ধি হওয়াই সাধারন মানুষের অবস্হা নাজেহাল হয়ে উঠেছে। সাধারন মানুষ থেকে উচ্চ বিত্ত ইঞ্জীন চালিত যানবাহনের উপর নির্ভরশীল। এখন সব জিনিসের দাম বাড়ায় বেশ সমস্যায় পড়ছে সাধারন মানুষ। যারা গুরুতর আক্রান্ত হয়েছিলেন তাদের হাসপাতালে ভর্তিও করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct