অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারনে কোন ঝাঁ চকচকে গাড়ি নয়, বরং গরুর গাড়িতে চেপে বর-বউ চলেছেন গৃহের উদ্দেশ্যে। গ্রাম বাংলার বহুল প্রচলিত আশির দশকের এই ছবি ফের সামনে এলো। তবে বাস্তবে কোন বর ও কনে নয়। প্রতীকী বড়-বউ কে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে চেপে যাবার চিত্র সামনে এলো বালুরঘাটে। এমনই অভিনব প্রতিবাদে সরব হলেন তৃণমূল নেতৃত্ব। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার হিলি মোড় এলাকায় পেট্রোল পাম্পের সামনে গরুর গাড়িতে করে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো তৃণমূল নেতৃত্ব। এদিন গরুর গাড়িতে চাপিয়ে প্রতিকি বর বউকে নিয়ে যাওয়া হয় পেট্রলপাম্পের সামনে দিয়ে । সেখানে হাজির ছিলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্ত সহ অন্যান্যরা।
পাশাপশি তৃণমূল কংগ্রেসের তরফে এদিন অবস্থান-বিক্ষোভ করা হয় পেট্রলপাম্পের সামনে। অভিনব ভাবে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়ে তৃণমূল নেতা শেখর দাশগুপ্ত জানান, আজকে পুরো দেশে পেট্রোল ,ডিজেল তথা পেট্রোপণ্যের দাম বাড়িয়ে চলেছে কেন্দ্র সরকার। আরো আশ্চর্যের বিষয় এই বৃদ্ধির প্রয়োজনীয়তা নেই ।আমাদের পাশাপাশি যে দেশগুলো রয়েছে তাদের সব জায়গায় আমাদের প্রায় অর্ধেকর কাছাকাছি দাম। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে কোনো হেলদোল নেই। মানুষের এই কষ্টে, অভাব-অভিযোগের কোন ভ্রুক্ষেপ নেই তাদের কাছে। এই কষ্ট টা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করেছেন । তাই আজকে শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভ প্রত্যেকটি ব্লক ও শহর জুড়ে আমরা করছি। তার প্রতিবাদ স্বরূপ গোটা জেলার পাশাপশি আজকে আমরা বালুরঘাটে সামিল হয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct