আপনজন ডেস্ক: দিল্লি দাঙ্গায় এখনও যে বহু নিরীহ মুসলিম যুবককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিল্লির পুলিম গ্রেফতার করেছিল, তার প্রমাণ সামনে আসছে। উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকার বাসিন্দা ২২ বছরের মুহাম্মদ ফরমান সম্প্রতি জামিনে মুক্ত হয়ে অভিযোগ করেছেন, পুলিশ তাকে সাদা কাগজে লিখিয়ে নিয়েছে।
ফরমান জানান, তিনি যখন তার পরিবারের সঙ্গে জুপড়িতে ছিলেন তখর হঠাৎ পুলিশ এসে তাকে প্রশ্ন জিজ্ঞেস করে। এরপর নাম করে। তারপর তাকে স্থানয়ি থাকায় নিয়ে যায়। সারা রাত থানায় অপেক্ষা করারর পর পরদিন মনডলই জেলে পাঠানো হয়।
গত বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লি দাঙ্গায় খাজুরি খাসের বাসিন্দা বাবু খান হত্যা মামলায় যোগ থাকার অভিযোগ তাকে গ্রেফতার করা হয়। বাবু খানকে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যা করেছিল একদল জনতা।ফরমান জানান, থানায় থাকার সময় তাকে দিয়ে সাদা কাগজে সই করে নেওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার সময় দোষের চার্জশিটের কথা জিজ্ঞেস করলেও পুলিশ তা নিয়ে কিছু বলতে চায়নি। তবে, ইংরেজি নিউজ পোর্টাল দ্য ওয়ার পুলিশের দায়ের করা চার্জশিট খতিয়ে দেখে জেনেছে, বাবু খান হত্যা মামলায় ১৮ জনের নাম রয়েছে। তার মধ্যে কাকতলীয় ভাবে অভিযুক্ত ১৭ জনের সঙ্গে বাবু খানেরও নাম রয়েছে।
এ ব্যাপারে ফরমানের দাবি, ঘটনা সম্পর্কে তার কোনও ধারণা ছিল না। পুলিশ তার নামে মিথ্যা মামলা করেছে বলে দাবি করেন তিনি। আর তার জন্য তাকে দীর্ঘ সময় জেল বন্দি থাকতে হয়েছে। গত ২২ জুন জামিন পেলেও বন্ড রাখার ২০ হাজার টাকা জোগাড় করতে দেরি হওয়ায় ৫ জুলাই জামিন পান। সিসিটিভি ফুটেজে ফরমানের কোনও প্রমাণ না মেলায় তাকে জামিন দেওয়া হয়।
ফরমান ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। তাই তিনি জেলবন্দি থাকায় তার পরিবারকে ভিক্ষা করে সংসার চালাতে হয়। তবে, জেলের মধ্যে অবস্থা খুবই খারাপ বলে জানান ফরমান। ঝুপড়িতে ফিরে এসে ফরমান একটা রিকশা জোগাড়ের চেষ্টা করছেন তা চালিয়ে আয়ের জন্য। তবে, তার দাবি তিনি নির্দোষ। পুলিশের মিথ্যা অভিযোগের জন্যই তাকে দীর্ঘদিন জেলে মধ্যে থাকতে হয়েছে। যদিও এখন ঝুপড়িতে এসে শান্তি পাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct