আপনজন ডেস্ক: ইথিওপিয়ার জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন আবি আহমেদ। এর মাধ্যমে আরও ৫ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকছেন শান্তিতে নোবেলজয়ী এ রাষ্ট্রনেতা। নির্বাচন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৩৬ আসনের মধ্যে ৪১০টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন প্রসপারিটি পার্টি।
শনিবার ফলাফল ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন বোর্ড। তবে নিরাপত্তা এবং অন্যান্য সমস্যার কারণে দেশটির এক পঞ্চমাংশ মানুষ নির্বাচনে অংশ নিতে পারেননি। এদিকে, দেশটিতে আরও আগেই নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে নির্বাচনের তারিখ পেছাতে হয়েছিল। নির্বাচনে আশানুরূপ ফল পাওয়ার পর এক টুইটবার্তায় নোবেল জয়ী আবি আহমেদ এই নির্বাচনকে ‘ঐতিহাসিক নির্বাচন’ বলে উল্লেখ করেছেন।
আগামী অক্টোবরে নতুন সরকার গঠনের কথা রয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার ক্ষমতায় আসেন আবি আহমেদ। আর ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। ইরিত্রিয়ার সঙ্গে এক যুগান্তকারী শান্তি চুক্তির জন্য নোবেল পান আবি আহমেদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct