সেখ আনোয়ার হোসেন, হলদিয়া: ফতেপুর আল আমিন অনাথ ফাউন্ডেশান ও সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমা বিবির উদ্যোগে-ই পার্বতীপুর পতিত পাবনী উচ্চ বিদ্যালয়ে রক্ত দান শিবির ফলের চারা, বস্ত্র ত্রিপল খাদ্য সামগ্রী বিতরণ হয় বিশিষ্ট সমাজসেবী সুপ্রকাশ গিরির হাত ধরেই। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন হলদিয়া পৌরসভার সি আই সি মেম্বার সেক আজগর আলী।
এই বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা পার্বতী পতিত পাবনী দেবীর অবক্ষয় মূর্তিতে মাল্যদান করে উপস্থিত সকলে। হলদিয়া মহকুমা হাসপাতাল রক্ত সংগ্রহ করে।৩০০ বান ভাসি পরিবারে ত্রিপল, ২০০ শত সাধারণ মানুষকে বস্ত্র, হলদিয়াকে সবুজায়নের লক্ষে ৩০০ ফলের চারা বিতরণ ২৫০ জন মানুষের হাতে খাদ্য সামগ্রিক তুলে দেন।
উপস্থিত ছিলেন অধ্যাপক প্রভাস সামন্ত, স্নেক ম্যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহ- সম্পাদক নুকূল চন্দ্র ঘাঁটী সুতাহাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তুষার মাইতি, ঢেঁকুয়া বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন, আশদ তলীয়া অঞ্চলের প্রধান মীনাক্ষী ভুঁইয়া, প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ পাত্র, সুমন কল্যাণ মিশ্র, প্রাক্তন প্রধান পার্বতী পাত্র সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct