শুভ বিশ্বাস, ভাঙড়: পুলিশের মানবিকতার নজিরের সাক্ষী থাকল ভাঙড়।গাড়ি থাকলেও পাওয়া যায়নি চালককে। ভিন্ন উপায় না দেখে, খোদ ওসি নিজের গাড়িতেই এক মহিলার মৃতদেহ তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য পাড়ি দেন খোদ কাশীপুর থানার ওসি সমরেশ ঘোষ। ভাঙড়ের নাংলা গ্রামে এক গৃহবধূর রহস্য মৃত্যু হয়। মৃতের নাম লিলুফা বিবি (৩০)।ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে যান খোদ কাশীপুর থানার ওসি সমরেশ ঘোষ।খুন না আত্মহত্যা? গৃহবধূর এই মৃত্যু রহস্যের উৎঘাটন করতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর তোড়জোড় করেন খোদ ওসি সমরেশ ঘোষ।গৃহবধূর দেহ স্থানীয় দের সহায়তায় ঘরের ভিতর থেকে বাইরে নিয়ে আসা হয়। মৃতদেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়ার জন্য গাড়ির খোঁজ শুরু হয়। গাড়ি থাকলেও খোঁজ পাওয়া যায়নি চালকের।অবশেষে নিজের গাড়িতেই গৃহবধূর দেহ তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য পাড়ি দেন ওসি সমরেশ ঘোষ।শনিবার সকালে এমন দৃশ্যের অবতারণা হবে ভাবতে পারেননি মৃতার পরিবারের সদস্যরা। গৃহবধূর মৃত্যুর বিষাদ গ্রাস করেছে তার পরিবার সহ ভাঙড়ের নাংলা গ্রামের মানুষজনের। কিন্তু পুলিশ অফিসার সমরেশ ঘোষের এমন সাহায্যে বিস্মিত বাসিন্দারা। সব মিলিয়ে বলা যায় কাশীপুর থানার ওসি সমরেশ ঘোষের এই কাজে প্রশংসা করেছেন সাধারণ মানুষও৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct