কুতুবউদ্দিন মোল্লা, সুন্দরবন: স্বামীর সামনে মৎস্যজীবী স্ত্রীকে তুলে নিয়ে গেল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১ টা নাগাদ প্রত্যন্ত সুন্দরবনের পঞ্চমুখানি ২ জঙ্গলের কাপূরা নদীর খাড়িতে। নিখোঁজ মহিলা মৎস্যজীবী সবিতা সরদার বয়স(৪৫)।
প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের রজতজুবলি গ্রামের বাসিন্দা মৎস্যজীবী নিরাপদ সরদার। ওই মৎস্যজীবী তার স্ত্রী সবিতা সরদার ও প্রতিবেশী এক মৎস্যজীবী শিবচরণ সরদার কে নিয়ে শনিবার ভোরে সুন্দরবনের পঞ্চমুখানি ২ জঙ্গলের কাপূরা নদীর খাড়িতে নৌকা রেখে মাছ ও কাঁকড়া ধরছিলেন। সকলের অলক্ষ্যে বাঘ আচমকা ঝাঁপিয়ে পড়ে ওই মহিলা মৎস্যজীবীর উপরে। টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।স্ত্রীকে বাঘে আক্রমণ করছে দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায় নিরাপদ। স্ত্রী কে উদ্ধার করতে নিরাপদ ও তার সঙ্গী শিবচরণ কাঁকড়া ধরার শিক নিয়ে বাঘের সাথে তুমুল লড়াই করে।
দীর্ঘ প্রায় মিনিট ত্রিশ লড়াই করেও বাঘের আক্রমণের কাছে হার মানতে হয় দুই সঙ্গীকে। বাঘের সেই ভয়ঙ্কর হুঙ্কার আর আক্রমনের রুদ্র মূর্তির সামনে অসহায় হয়ে অবস্থা বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে আসে দুই সঙ্গী। অবশেষে বাঘ শিকার কে ঘাড়ে করে তুলে নিয়ে গভীর জঙ্গলে নিয়ে চলে যায় সবিতা সরদার। এমন খবর চাউর হতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct