এহসানুল হক, সন্দেশখালি: ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে পেট্রোল ডিজেলের দাম। এর প্রতিবাদে শনিবার ও রবিবার প্রতিবাদ সভার ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই পূর্ব নির্ধারিত সূচি মত আজ পথে নামল তৃণমূল। এদিন সন্দেশখালি বিধানসভার সরবেড়িয়া বাজারে দেখা গেল সেই ছবি।
ঘাসফুল শিবিরের তরফে জানানো হয় করোনা বিধি মেনেই হয় এই কর্মসূচি। বহু মানুষকে সঙ্গে নিয়েই করোনা বিধি মেনে হয় শান্তিপূর্ন মিছিল। এদিন সকাল থেকেই সন্দেশখালির সরবেড়িয়া বাজারে। কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা রাস্তায় বসে পড়েন বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালির কনভেনর সেখ সাজহান, জেলা পরিষদের সদস্য সিবু প্রশাদ হাজরা । এদিন পেট্রোল পাম্পে গিয়ে বিক্ষোভ দেখান হয় , তারপর সকাল থেকে বিকাল পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় পেট্রোলের দাম ১০০ পার করেছে। শনিবার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। ইতিমধ্যেই রাজ্যে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দর। ডিজেলের দাম ও একশ ছোঁয়ার পথে। জুলাই মাসেও ঊর্ধ্বমুখী তেলের দাম। যদিও এর আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় একশ পেরিয়েছে তেলের দাম। অস্বাভাবিক ভাবে তেলের দাম বাড়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। ফলে মাথায় হাত মধ্যবিত্তের।
ভোট পরবর্তীকালে মোট ৩৭ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দর। জ্বালানির এ ভাবে লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিশেষত কোভিড এবং লকডাউনে অনেকেরই যেখানে কাজ গিয়েছে কিংবা কমেছে রোজগার। এ বিষয়ে প্রায় প্রতিদিন সরব হচ্ছেন বিরোধীরা। প্রতিদিনই জ্বালানির দাম বৃদ্ধির কারণে প্রতিবাদ করছে সাধারণ মানুষ। এদিন বহু নেতানেত্রীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য রাখেন। এদিন বিধায়ক সুকুমার মাহাতো বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও অবস্থান বিক্ষোভ পালন করছি।আমরা চাই কেন্দ্রীয় সরকার অবিলম্বে পেট্রোল ও ডিজেলের দাম কমাতে হবে।
এদিন সন্দেশখালির কনভেনার শেখ সাজহান বলেন,এই কেন্দ্রীয় সরকার ধাপ্পাবাজি সরকার।এই সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে।এই সরকার আগামী দিনে বিদায় হবে,বাংলার মেয়ে এবার দিল্লী দখল করবে। বিধানসভা নির্বাচনে বিজেপির নেতারা নাকাল হয়ে খোঁচা খেয়ে ঘরে ফিরেছে। এবার লোকসভা নির্বাচনে আবার দিল্লী থেকে নাকাল হয়ে ঘরে ফিরবে। পেট্রোল ডিজেলের দাম যতদিন দাম না কোমবে ততদিন এই প্রতিবাদ চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct