সাকিব হাসা, সোনারপুর: শনিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে প্রতিবাদে সামিল হয়েছেন তৃণমূল কর্মী-সর্মথকরা। বিগত কয়েকদিন ধরেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরি হাকিয়েছে। লিটার প্রতি পেট্রোলের দাম গিয়ে দাড়িয়েছে ১০১ টাকা, অন্যদিকে ডিজেলের দাম গিয়ে দাঁড়ালো প্রায় ৯৩ টাকা প্রতি লিটার।ফলে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।
এবার রাজ্যের পাশাপাশি বিভিন্ন জায়গায় পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে অবস্থান-বিক্ষোভে নামলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়িকা ফিরদৌসী বেগম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নরেন্দ্রপুর থানার অন্তর্গত মহামায়াতলা পেট্রোল পাম্পের সামনে তৃণমূলের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি রাখা হয়। এই অবস্থায় অনেকেরই কাজকর্ম নেই। কোনরকমে দিনযাপন করছেন তারা। আর এই অবস্থায় পেট্রল-ডিজেলের ঝোড়ো ইনিংস অব্যাহত। আর এই জ্বালানি অগ্নিমূল্য নিয়ে বারবারই কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে বিরোধীদের। স্বাভাবিকভাবে পেট্রোল-ডিজেলের দিনের পর দিন এইভাবে দাম বৃদ্ধি হওয়ায়, নিত্যপ্রয়োজনীয় সব কিছুরই দাম দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েই চলেছে। যার ফলে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct