আপনজন ডেস্ক: নাহক মোটর্স দু’টি মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক সাইকেল সম্প্রতি লঞ্চ করেছিল – গারুদা ও জিপ্পি। এই নতুন ইলেকট্রিক মোটরযুক্ত সাইকেলের বুকিং গত সপ্তাহ থেকে চালু হয়েছে; ২,৯৯৯ টাকা দিয়ে বুকিং করা যাচ্ছে৷ আগামী ১১ জুলাই পর্যন্ত বুকিং চলবে।
বুকিং করা ই-সাইকেল নাহক মোটর্সের ডিলারশিপে গিয়ে সংগ্রহ করার ঝক্কিও গ্রাহকদের পোহাতে হবে না। আগস্টের মাঝামাঝি সময় থেকে গারুদা ও জিপ্পি গ্রাহকদের বাড়ির দোরগোড়ার পৌঁছে দেবে বলে সংস্থাটি প্রতিশ্রুতি দিয়েছে। নাহক জানিয়েছে, যারা অগ্রিম বুকিং করেছেন, তারা ১৩ জুলাই ডেলিভারি শিডিউল পেয়ে যাবেন।
গারুদা ও জিপ্পি এক চার্জে ৪০ কিলোমিটার একটানা দৌড়তে পারবে। ১০ টাকা মূল্যের চার্জে এটি ১০০ কিলোমিটার চলতে সক্ষম। আবার এতে ইন্টারচেঞ্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। ফলে ১০.৪ অ্যাম্পিয়ার আওয়ার অথবা ১৪.৫ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাকে এটি আপগ্রেড করার সুবিধা পাওয়া যাবে। বাড়ির সাধারণ চার্জার দিয়েই এটি চার্জ করা যাবে।
গারুদা ও জিপ্পি ইলেকট্রিক বাইসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ২৫ কিমি।
গারুদা ও জিপ্পি-তে এলসিডি ডিসপ্লে, প্যাডেল সেন্সর, এবং ফ্রন্ট হেডলাইটের মতো বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। নাহক মোটর্স তাদের গারুদা ইলেকট্রিক ইলেকট্রিক সাইকেলের দাম ৩১,৯৯৯ টাকা রেখেছে। আর জিপ্পি-র দাম ৩৩,৪৯৯ টাকা ধার্য করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct